এ যুগের মা-বাবার চোখে পাশের বাড়ির মেয়েটা কিংবা ছেলেটা
শৈশব-কৈশোরে মা-বাবাদের কাছে শুনতে হয়, ‘পাশের বাড়ির মেয়েটাকে/ছেলেটাকে দেখ, কত কী করে, আর তুই...!’ যুগের সঙ্গে তাল মিলিয়ে মা-বাবাদের তুলনার বিষয়বস্তু পাল্টালে কেমন হতো? ভেবেছেন আজীবন পাশের বাড়ির ছেলের সঙ্গে তুলনায় পিছিয়ে থাকা মো. মিকসেতু