১.
সেলফি তোলার সময় গরুকে সামনে রাখবেন, নাকি আপনি সামনে থাকবেন? এই সিদ্ধান্তটি অত্যন্ত জরুরি! এই সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জেনে নিতে হবে আপনার গরুটি শিং চালাতে ওস্তাদ, নাকি পা চালাতে। শিং চালাতে ওস্তাদ হলে গরুকে সামনে রেখে সেলফি তুলে ওস্তাদের পরিচয় দিন। আর পা চালাতে ওস্তাদ হলে তো অবশ্য আপনিই থাকবেন সামনে।
২.
সেলফি তোলার সময় আপনার ও গরুর ফেস কি ডাক ফেস হবে? নাকি কাউ ফেস? এই সিদ্ধান্তটিও বেশ গুরুত্বপূর্ণ। যদি গরুকে ডাক ফেস করিয়ে সেলফি তুলতে চান, তাহলে তার জন্য চাই উচ্চতর প্রশিক্ষণ। মানুষের ঠোঁট হাঁসের ঠোঁটের মতো করা গেলেও গরুর পক্ষে সেটা সহজ নয়। তাই গরুর সঙ্গে মানিয়ে নিজেই কাউ ফেসে সেলফি তোলা হবে বুদ্ধিমানের কাজ।
৩.
সেলফিতে গরুর অংশ বেশি থাকবে, নাকি আপনার অংশ? এটাও খুব ভাবনার বিষয়। আগে থেকে ভেবে না রাখলে দেখা যাবে সেলফিতে গরুর দুটো শিং আসছে ঠিকই, তবে আপনার চোখ বাদ গেছে। অতএব সেই সেলফিটি ফেসবুকে আপলোড করলে বন্ধুরা আপনাকে ‘কানা’ও ডেকে বসতে পারে।
৪.
গরুর সঙ্গে আপনার সেলফি ফেসবুকে আপলোড করার ব্যাপারেও বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। গরুর চেহারা যদি সামনে থাকে তাহলে সেলফিটির ক্যাপশনে কখনোই ‘গরু ও আমি’ দেবেন না। তেমনটা দিলে বন্ধুরা আপনাকে খোঁচা দিয়ে কমেন্ট করে বসতে পারে!
৫.
সেলফি তোলার আগে গরুর শরীর পরিষ্কার–পরিচ্ছন্ন হতে হবে—এমন কোনো কথা নেই। গরুকে পরিষ্কার করতে যে সময় লাগবে, সে সময়ে আপনি অন্তত তিনটি ছবি ফটোশপে সুন্দর করে ফেলতে পারবেন। তবে কথা একটাই—সাবধানতা মেনে সেলফি তুলুন। আপনি ও গরু এক সেলফিতে, ব্যাপারটা কিন্তু ছেলেখেলা নয়!