যাকে বলে জলবায়ু
শিক্ষক বললেন, ‘হিটলু, বলো তো জলবায়ু কাকে বলে।’
হিটলু বলল, ‘স্যার, পড়ে এসেছিলাম। কিন্তু মনে পড়ছে না।’
শিক্ষক জানতে চাইলেন, ‘কতটুকু মনে আছে?’
হিটলুর উত্তর, ‘স্যার, প্রথম অংশটা।’
শিক্ষক বললেন, ‘ঠিক আছে, প্রথম অংশটাই বলো।’
হিটলু বলল, ‘নিম্নে জলবায়ু কী, তা ব্যাখ্যা করা হলো...।’
চাঁদে নভোযান
দুই বন্ধু কথা বলছিল—
: জানিস, সামনের ১৫ তারিখে নাকি চাঁদে নভোযান পাঠানো হবে।
: সেদিন চাঁদে নভোযান যেতে পারবে না।
: কেন?
: ১৫ তারিখ তো অমাবস্যা।