চালের দাম যদি এভাবে বাড়তেই থাকে

চালের দাম ২০২০ সাল থেকেই চড়া। ২০১৯ সালে সরু চালের গড় দর ছিল ৪৮ টাকা কেজি, এখন বাজারে ৬৬ থেকে ৮০ টাকা। চালের দাম এভাবে বাড়তে থাকলে অদূর ভবিষ্যতে কী কী হতে পারে? চলুন দেখে নেওয়া যাক...

আঁকা: জুনায়েদ

১. গল্পে

: তাইলে গল্পটা শোন, সেদিন ছিল প্রচণ্ড ঝড়ের রাত। বউ বলল, বাসায় রান্নার কিছু নেই। আমি বাজার থেকে ৫০ টাকা দিয়ে ২ কেজি চাল কিনে বাসায় ফিরছি। এমন সময়...!

: দাঁড়া দাঁড়া! তোরে ভূতের গল্প কইতে কইছি, রূপকথার গল্প না।

২. রেস্তোরাঁয়

মেয়ে: উফ্ বাবা, রোজ রোজ চায়নিজ-ইতালিয়ান খেতে ভাল্লাগে না। আমি একটু সাদা ভাত খেতে চাই।

বাবা: আচ্ছা মা, আচ্ছা, ব্যবস্থা করব। জমিটা বিক্রির চেষ্টা করছি। বিক্রি হলেই চাল কিনে আনব।

৩. দাবায়

প্রথম বৃদ্ধ: এবার তোমার পালা। চাল দাও!

দ্বিতীয় বৃদ্ধ: ওহ্, আমার সামনে চালের নাম নিয়ো না তো! আমার হার্ট দুর্বল।

আঁকা: জুনায়েদ

৪. বিমানবন্দরে

: পত্রিকায় লিখেছে, গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি চাল উদ্ধার।

: বলেন কী! সে তো বহু টাকার ব্যাপার! তা–ও কত টাকা হতে পারে, জানেন নাকি?

: নাহ্‌, আমরা হলাম আদার ব্যাপারী। চালের খবর রেখে আমাদের লাভ কী!

৫. ডাকাতিতে

এক বাসায় ডাকাত পড়েছে। ডাকাতদের হাতে বন্দুক।

গৃহকর্ত্রী: এই নিন আলমারির চাবি। সোনাদানা, টাকাপয়সা সব আলমারির মধ্যে আছে। সব নিয়ে যান, কিন্তু প্লিজ আমাদের মারবেন না।

ডাকাত: টাকাপয়সা, সোনাদানা কেডা চাইছে? ঘরে চাইল কই আছে, বাইর কর।

৬. ভাগ্যে

বিশাল এক বাড়ি। নাম ‘জব্বর প্যালেস’। বাড়ির সামনে দাঁড়িয়ে দুই ব্যক্তি গল্প করছে।

: জব্বর সাহেবের কাহিনি কিছু জানেন নাকি? দুই দিন আগেও তো থাকত বস্তিতে, আর আজ এত টাকাওয়ালা। গুপ্তধন পাইছিল নাকি কোনো?

: আরে নাহ্। শুনছি, ইনি নাকি রাস্তায় চালভর্তি ব্যাগ কুড়ায়া পাইছিল। সেটা বিক্রি করেই...।

৭. অফারে

: এই যে, আপনাদের এখানে স্যুপ আর চিকেন কত করে?

: স্যার, স্যুপ–চিকেনের জন্য আলাদা দাম লাগবে না। এক প্লেট ভাত কিনলে সবই ফ্রি।

: সে জন্যই তো জিজ্ঞেস করছি। ভাত কেনার টাকা নেই। আমি শুধু স্যুপ আর চিকেন খাব।

৮. চাঁদায়

ছেলেরা পিকনিকের চাঁদা চাইতে বাসায় এসেছে। বাড়ির মালিক দরজার সামনে।

বাড়ির মালিক: আমি তোমাদের পিকনিকের মাংস কেনার পুরো টাকাটা দিচ্ছি। এই নাও চেক।

ছেলেদের একজন: না স্যার, মাংস লাগবে না। আমরা আপনার কাছে দুই কেজি চালের দাম চাই।

বাড়ির মালিক: ওই, তোমাদের মাথা ঠিক আছে? কী বলো এই সব! আমারে দেইখা কি ইলন মাস্ক বা বিল গেটস মনে হয়?