তাই বলে জন্মদিনেই মারতে হবে

আগ বাড়িয়ে

সংগৃহীত

৮৯ বছরের এক বৃদ্ধ চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তাই জীবনে প্রথমবারের মতো পাসপোর্ট করাতে গেলেন।

সব নিয়ম মেনে ফরম পূরণ করছিলেন। কিন্তু বেচারা তার জন্মতারিখ জানেন না।

পাশেই বসে থাকা এক লোক সব শুনে তাকে আশ্বস্ত করে বললেন, ‘কোনো সমস্যা নেই। যে চিকিৎসকের হাতে আপনার জন্ম হয়েছিল, তার কাছ থেকে শুধু একটা সার্টিফিকেট নিয়ে আসুন। সব ব্যবস্থা হয়ে যাবে।’

কাকের হিসাব

পেক্সেলস

যুক্তরাষ্ট্রে এক ওপেন এয়ার কনসার্ট চলছিল। মঞ্চের ঠিক ওপরে উড়ছিল কিছু কাক।

কোনো এক অজানা কারণে গায়কদের মাথায় প্রাকৃতিক কর্ম করে কনসার্ট ভন্ডুল করে দিল দুষ্টু কাকেরা।

সংবাদমাধ্যম গেল ঘটনাস্থলে। সাংবাদিক জিজ্ঞেস করলেন, ‘মোট কতগুলো কাক ছিল?’

গায়ক চটে গিয়ে বললেন, ‘আমাকে পাগল পেয়েছেন? কোন সাহসে আমি ওপরে তাকাতাম?’

হোমওয়ার্ক করা শেষ

পেক্সেলস

ফাঁকিবাজ পল্টুকে মা বললেন, ‘হোমওয়ার্ক করেছিস?’

পল্টু বলল, ‘জানো মা, গতকাল রাতে স্বপ্নে আমি আমার হোমওয়ার্ক সব শেষ করে ফেলেছি।’

মা বললেন, ‘স্বপ্নে হোমওয়ার্ক করলে হবে? টিচারকে দেখাবি কী?’

পল্টুর জবাব, ‘কেন মা, আমার স্বপ্নে তো টিচারও ছিলেন!’

তাই বলে জন্মদিনে

পেক্সেলস

ছোট্ট বিলু এসেছে ওর এক আত্মীয়ের বাসায় জন্মদিনের পার্টিতে।

এসে দেখে, বসার ঘরের দেয়ালে একটা হরিণের মাথা।

বিলু করুণ দৃষ্টিতে মাথাটির দিকে তাকিয়ে ছিল।

তা দেখে ওর বাবা বললেন, ‘অনেকে শখের বশে শিকার করে।’

বিলু কাঁদো কাঁদো স্বরে বলল, ‘তা করুক। তাই বলে জন্মদিনের দিন এটাকে মারতে হবে?’