ধাঁধা
দেখুন তো চিনতে পারেন কি না
এখানে চারটি জিনিস নিজেদের পরিচয় সম্পর্কে তিনটি করে সূত্র দিচ্ছে। জিনিসগুলোর নাম খুঁজে বের করুন...
১.
ক. আমি স্বাভাবিক অবস্থায় যেকোনো স্থানে নিজেকে মানিয়ে নিতে পারি
খ. আমি অতিশীতল হলে অনেক কিছুই ভালো থাকে
গ. আমি নোংরা হলে মানুষ বিপদে পড়ে
২.
ক. আমি মানুষের কষ্টের সময় সঙ্গে থাকি
খ. কিন্তু একবার ব্যবহার করেই মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দেয়
গ. আমি পানিতে কাতর হই
৩.
ক. আমার প্রাণ নেই, কিন্তু আমার নাম একটি প্রাণীর নামে
খ. আমার ইশারায় অনেক কাজ হয়
গ. আমার একটি লম্বা লেজ আছে
৪.
ক. আমার একটি হাতল আছে
খ. আমি কখনো কখনো ঠোঁট পোড়ানোর কারণ
গ. আমার নামেই আরেকটি জিনিস আছে, যাকে পাওয়ার জন্য অনেকেই মুখিয়ে থাকে
উত্তর: ১. পানি, ২. টিস্যু পেপার, ৩. কম্পিউটারের মাউস ও ৪. কাপ