যাপিত রম্য
প্রেজেন্টেশনে মুখে যা বলা হয় আর মনে মনে যা বলি
বিশ্ববিদ্যালয়জীবনে প্রেজেন্টেশন দেওয়ার সময় শিক্ষার্থীদের মুখের কথা তো আমরা শুনি। কিন্তু তখন মনের ভেতরে কী কথা চলতে থাকে? জানার চেষ্টা করল ‘একটু থামুন’
১. মুখের কথা
স্যার, আমি টিম লিডার। টিমের অন্যান্য সদস্য আমাকে অনেক সাহায্য করেছে। আমরা গত কয়েক দিন টানা পরিশ্রমের পর এই প্রেজেন্টেশন স্লাইডটি দাঁড় করিয়েছি।
১. মনের কথা
স্যার, একটা বদমাশও আমাকে ঠিকভাবে সাহায্য করে নাই। টিম লিডার বানিয়ে সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েছে। টানা পরিশ্রমের কথা সম্পূর্ণ ভুয়া।
২. মুখের কথা
ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। হোপ ইউ গাইজ উইল এনজয় দ্য প্রেজেন্টেশন।
২. মনের কথা
ভাই রে, এনজয় কর না কর! প্রেজেন্টেশন শেষে তালি দিস রে ভাই। বন্ধুর মান-ইজ্জত রাখিস।
৩. মুখের কথা
আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব।
৩. মনের কথা
শুধু একটা প্রশ্ন করে দেখ। তোদের গ্রুপ আসবে না? প্রশ্ন করে উড়াই দিমু! এমন প্রশ্ন করমু গুগলেও উত্তর খুঁজে পাবি না। চক্ষে আন্ধার দেখবি।
৪. মুখের কথা
আপনার প্রশ্নটি খুবই যৌক্তিক। এ রকম একটি সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ।
৪. মনের কথা
পণ্ডিত আইছে! তার প্রশ্ন না করতে পারলে মন খচখচ করে। তুমি পণ্ডিত আসবা না প্রেজেন্টেশন দিতে? দেখায় দিমু কত ধানে কত চাল।
৫. মুখের কথা
ওকে, আপনি উত্তরটি বুঝতে পারেননি তো? নো প্রবলেম। আমরা আবার উত্তরটি ব্যাখ্যা করছি।
৫. মনের কথা
বুঝতে পারস নাই তো বসে থাক, বেয়াদব! আবার দাঁত কেলিয়ে বলে, ‘বুঝতে পারিনি’। থাবড়ানি দিতে পারতাম একটা!