ব্যাকরণ
বাগ্ধারার এই খয়ের খাঁ আদতে কে
বাংলা ভাষায় যে বাগ্ধারাগুলো আছে, সেগুলো এল কোথা থেকে?
কেল্লাফতে
‘কেল্লা’ শব্দের অর্থ দুর্গ, আর ‘ফতে’ শব্দের অর্থ বিজয়। অর্থাৎ ‘কেল্লাফতে’র সাধারণ অর্থ দুর্গ বিজয়। প্রাচীন ও মধ্যযুগে রাজ্যের নিরাপত্তার জন্য দুর্গ তৈরি করা হতো। দুর্গ এমনভাবে তৈরি করা হতো, যাতে শত্রুবাহিনীর সৈন্য সহজে ঢুকতে না পারে। আর নিজেদের সৈন্য যাতে সেই দুর্গ থেকে লড়াই চালিয়ে যেতে পারে। রাজ্যজয়ের ক্ষেত্রে তাই প্রধান কৌশল হতো—কষ্ট করে হলেও বিরুদ্ধপক্ষের কেল্লা দখল করা। এখান থেকে বাগ্ধারায় ‘কেল্লাফতে’ শব্দের অর্থ দাঁড়িয়েছে বাজিমাত করা বা কঠিন কাজে সফল হওয়া।
গলগ্রহ
‘গলগ্রহ’ শব্দের সাধারণ অর্থ গলায় অবস্থান। এখানে ‘গল’ মানে গলা, আর ‘গ্রহ’ মানে আশ্রয় বা অবস্থান। পরিবারে কিছু মানুষ থাকে, যারা খায়দায় ঘুমায়, কিন্তু কোনো উপার্জন করে না। আত্মীয় হওয়ার কারণে এদের দূরে ঠেলা যায় না, আবার পালতেও কষ্ট হয়। ঠিক যেন গলায় আটকে থাকা কোনো বস্তু—যাকে না যায় গেলা, না যায় ফেলা। অনিচ্ছা সত্ত্বেও এসব মানুষের ভরণপোষণের দায়িত্ব পালন করতে হয় বলেই তাদের বলা হয় গলগ্রহ।
খয়ের খাঁ
আরবি ‘খইর’ থেকে খয়ের শব্দটি এসেছে। এর অর্থ মঙ্গল বা কল্যাণ। আর ফারসি ‘খাহি’ থেকে খাঁই বা খাঁ শব্দটি এসেছে, যার অর্থ ইচ্ছা বা আকাঙ্ক্ষা। এককথায় ‘খয়ের খাঁ’ শব্দের অর্থ মঙ্গল ইচ্ছা পোষণকারী বা কল্যাণ কামনাকারী। কিছু মানুষ সব সময় ক্ষমতাবানদের কাছে থাকে এবং ভালো ভালো কথা বলে নিজের সুবিধা আদায়ের চেষ্টা করে। অন্যের তোষণকারী অথচ সুযোগসন্ধানী এসব ব্যক্তিকে বাগ্ধারায় খয়ের খাঁ বা চামচা বলে।
তারিক মনজুর: শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়