যাপিত
বাসায় বিয়ের বয়স বোঝাতে গিয়ে যা হলো
২৮ আগস্ট ‘একটু থামুন’ বিভাগে ‘বাসায় যেভাবে বোঝাবেন আপনার বিয়ের বয়স হয়েছে’ শিরোনামে একটি লেখা প্রকাশিত হয়েছে। লেখাটিতে আছে ৭টি মোক্ষম পরামর্শ। ঠিক ৭টি পরামর্শই আগেভাগে কাজে লাগিয়েছিলেন সিলেটের আইনুন মোবীন। তাঁর কী অভিজ্ঞতা হলো? পরামর্শগুলো মেনে চলার আগে জেনে নিন...
পরামর্শ ১: আপনার মায়ের সামনে বন্ধুপত্নীদের বেশি বেশি প্রশংসা করুন। যেমন অমুকের বউ অমুকের মায়ের খুব যত্ন নেয়। তমুকের বউ তমুকের মায়ের সব কাজে সহযোগিতা করে।
পরামর্শ মানার ফল: মাকে অমুক বন্ধুর বউ তমুক বন্ধুর বউয়ের প্রশংসা করলে তিনি আরও দশটা দোষ বের করে দেখিয়ে দেন। যেগুলো শুনলে আপনার মুখ বন্ধ হতে বাধ্য।
পরামর্শ ২: বাসায় আপনার বিবাহিত বন্ধুদের ঘন ঘন দাওয়াত দিন বউ-বাচ্চাসহ। আপনার মা বন্ধুদের বউ-বাচ্চা দেখে আপনার বিয়ের কথা ভাবতেও পারেন।
পরামর্শ মানার ফল: ঈদের দিন আমার এক বন্ধুকে তার স্ত্রীসহ বাসায় দাওয়াত দিয়েছিলাম। আমার মা ওই বন্ধুকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করে বসলেন, ‘এত কম বয়সে বিয়ে করলে কেন?’
পরামর্শ ৩: আপনার রুম সব সময় অগোছালো রাখুন। আপনার মা রুম গোছাতে গোছাতে বিরক্ত হয়ে একসময় আপনার বিয়ের ব্যবস্থা করেও ফেলতে পারেন।
পরামর্শ মানার ফল: আমার ঘর অগোছালোই থাকে। সেজন্য আমার রুমটাকে মা এখন স্টোর রুম বানিয়ে ফেলেছেন। ঘরের সব ময়লা আমার রুমেই থাকে।
পরামর্শ ৪: আপনার রুমের ডবল খাটটা বদলে সিঙ্গল খাট নিয়ে আসুন। কিছু জিজ্ঞেস করলে বলবেন, এত বড় খাট জায়গার অপচয় ছাড়া আর কিছু নয়।
পরামর্শ মানার ফল: ডবল খাট কমিয়ে একটা সিঙ্গল খাট আনার পর মায়ের খুশি দেখে কে! তাঁর নাকি আলমারি রাখার জায়গা হচ্ছিল না।
পরামর্শ ৫: ঘরের দেয়ালে ছোট শিশুদের ছবি টাঙিয়ে রাখুন। বলা তো যায় না শিশুদের ছবি দেখলে আপনার মায়ের মনে নাতি-নাতনি পাওয়ার আকাঙ্ক্ষা জাগতে পারে।
পরামর্শ মানার ফল: আমার মায়ের ফোনের ওয়ালপেপার একটা পিচ্চির ছবি দিয়ে রেখেছিলাম। মা সেটা দেখে বললেন, ‘এসব সরা তো। তোদের বড় করতে কি কম কষ্ট হইছে? বাচ্চাকাচ্চা দেখলেই এখন ভয় লাগে।’
পরামর্শ ৬: মাঝেমধ্যে রাত করে বাসায় ফিরুন। কিছু জিজ্ঞেস করলে বলবেন, বাসায় জলদি এসে কী লাভ? একা একা বোরিং লাগে।
পরামর্শ মানার ফল: রাত করে বাসায় ফিরলে বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেন আমার মা। এমনিতেই বউ নাই; বাসাও যদি না থাকে তাহলে কী হবে একবার ভাবুন তো!
পরামর্শ ৭: এত কিছুর পরও যদি আপনার মা বিয়ের জন্য না ভাবেন, তাহলে সরাসরি তাঁর পা ধরে মুখ ফুটে বিয়ের কথা বলুন। সৌভাগ্য কেবল সাহসীদের সঙ্গেই থাকে।
পরামর্শ মানার ফল: আমি একবার সাহস করে বাসায় বিয়ের কথা তুলেছিলাম। মা আমার প্রেমিকার নম্বর নিলেন। আমি তো খুশি। কিন্তু একটু পর আশার বেলুনটা ফটাস করে ফেটে গেল। আমি শুনলাম, মা ফোনে বলছেন, ‘আর মানুষ পাইলা না এই দুনিয়ায়? এরকম গাধাকে পছন্দ করলা কেন?’