বিয়ে করার আগেই পড়ুন

বিয়েকে বলা হয় ‘দিল্লি কা লাড্ডু’। খাইলেও পস্তাইবেন, না খাইলেও পস্তাইবেন। আবার এসে গেছে বিয়ের মৌসুম। করোনাকালে ‘সীমিত পরিসরে’ হলেও বিয়ের ধুম লেগে গেছে। ফেসবুকের হোমপেজে বন্ধুবান্ধব-স্বজনদের বিয়ের ছবি দেখে দেখে যেই প্রাপ্তবয়স্ক অবিবাহিতরা দীর্ঘশ্বাস ফেলছেন, এই তথ্যগুলো তাঁদের জন্য।

আবার এসে গেছে বিয়ের মৌসুম। মডেল: আজাদ ও মাশিয়াত
তিনটি ঘটনা সাক্ষী ছাড়া অসম্পূর্ণ—অপরাধ, দুর্ঘটনা ও বিয়ে।
ভালোবাসা একটা দীর্ঘ, মধুর স্বপ্ন; আর বিয়েটা সকালবেলার কর্কশ অ্যালার্ম।
বিয়ে ডিভোর্সের প্রধান কারণ।
রাস্তায় দুজন হাত ধরে চলার নাম ভালোবাসা। আর রাস্তায় থাকব কি থাকব না, সেটা নিয়ে বিতর্ক করাই বিয়ে।
রেস্তোরাঁয় খাওয়াদাওয়াই ভালোবাসা, আর বাসায় রেস্তোরাঁ থেকে খাবার নিয়ে যাওয়া দাম্পত্য জীবন।
বিয়ের আগে চোখ-কান খোলা রাখুন। কারণ, বিয়ের পর সেগুলো আপনাআপনিই বন্ধ হয়ে যাবে।
ভুল কাজ করে ক্ষমা চাওয়ার চেয়ে স্ত্রীর অনুমতি নিয়ে কাজ করুন, জীবনে শান্তি বজায় থাকবে।
পরিসংখ্যান বলে, বিবাহিত ব্যক্তিরা অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বেশি দিন বাঁচে। আবার পরিসংখ্যান বলে, অবিবাহিত ব্যক্তিদের চেয়ে বিবাহিত ব্যক্তিদের বাঁচার ইচ্ছাশক্তি কম থাকে।
অর্থের জন্য বিয়ে করবেন না। অর্থ ধার করলেই পাওয়া যায়।
সোফায় বসে ঘনিষ্ঠ হয়ে গল্প করা হলো ভালোবাসা, আর বিয়ের পর ঝগড়া করে একজনের রাতের ঘুমের জায়গা হচ্ছে সোফা।
স্বামীরা কিন্তু ভালো নাবিক! ঝগড়ার সময় তাঁরা যা-ই বলুন না কেন, ঝগড়া ভিন্ন দিকে মোড় নেবেই।
জীবনে আসলে সুখই সবকিছু নয়, তাই সবারই বিয়ে করা উচিত।