মাত্র তিনজনের দৌড় প্রতিযোগিতায় বিজয়ী হলো চোর

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

কঠিন প্রশ্ন

এক লোক গেছে ঋণ নিতে। ঋণদাতারা নানান প্রশ্ন করছে।

একপর্যায়ে প্রশ্ন করল, ‘আপনার তিন সন্তান, তাই তো?’

লোকটা বলল, ‘হ্যাঁ। তিন সন্তান আমার।’

ঋণদাতার প্রশ্ন, ‘মেয়ে কজন?’

লোকটা বলল, ‘একজনও নয়।’

ঋণদাতা জিজ্ঞেস করল, ‘তাহলে ছেলে কজন?’

ওজন কমানো

সবির সাহেব হঠাৎ করে স্বাস্থ্যসচেতন হয়ে উঠেছেন। খুব নাকি নিয়মকানুন মানছেন।

সেদিন এক অনুষ্ঠানে গিয়ে লোকমানে সাহেবের সঙ্গে তার কথা হচ্ছিল।

সবির সাহেব: ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে উঠে ঘোড়ায় চড়ে বেড়াতে বের হই।

লোকমান সাহেব: লাভ হলো কিছু?

সবির সাহেব: কাল দেখলাম ঘোড়াটার ওজন ১০ কেজি কমে গেছে।

মন খারাপের কারণ

শাহেদের মন খারাপ।

রাশেদ: কি রে দোস্ত, মন খারাপ কেন তোর?

শাহেদ: আর বলিস না, একটা বই কেনার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম।

রাশেদ: টাকা দেয়নি?

শাহেদ: না, বইটা নিজেই কিনে এনেছে।

দৌড় প্রতিযোগিতা

একটা ট্রফি হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকল এক লোক।

তার স্ত্রী বলল, ‘একি! এত হাঁপাচ্ছ কেন? এই ট্রফিটাই–বা কোথায় পেলে?’

লোকটা বলল, ‘দৌড় প্রতিযোগিতায় দুজনকে হারিয়ে এটা পেলাম।’

স্ত্রী বলল, ‘মাত্র তিনজন নিয়ে দৌড় প্রতিযোগিতা?’

লোকটার জবাব, ‘হ্যাঁ, প্রথমে আমি, তারপর পুলিশ আর সবার পেছনে এই ট্রফির মালিক।’