যত বড় মাঠ নয় তত বড় থানা

কার্টুন: মেহেদী হক

খেলা হইতে পড়া উত্তম, মাঠ হইতে থানা

রোমেন রায়হান

মাথা গুঁজে পড়ার কথা!

মন বসে না পাঠে?

কোন আক্কেলে সকাল-বিকাল

খেলতে আসিস মাঠে?

বাপ-মাগুলা অন্ধ নাকি?

অন্ধ পুরা জাতি?

আমার ছেলে এমন হলে

পাছায় দিতাম লাথি।

খেলা হইতে পড়া উত্তম

মাঠ হইতে থানা

বদগুলারে চটকানা দে

উচ্চভবন বানা।

খেলার লাগি তোদের সবার

মন যদি খুব কাঁদে

মাঝে মাঝে খেলতে আসিস

একুশ তলার ছাদে।

মুখে মুখে তর্ক করিস?

মাঠের করিস দাবি!

বাঁদর থেকে কবে তোরা

মানুষে বদলাবি?

জাতি কোথায় রওনা দিছে!

বুঝতেছ না খোকা?

এই কে আছিস? ধর এটারে

চৌদ্দ শিকে ঢোকা।

চুপ থাক পুঁটিমাছ

আহমেদ সাব্বির

ত্যান্দড় পোলাপান ফাজিলের চেলা

বাদ দিয়ে লেখাপড়া খেলা আর খেলা?

মাঠ নিয়ে মাতলামি? হতে চাস মেসি?

‘চুপ থাক পুঁটিমাছ, লাফাবি না বেশি।’

হতে চাস নেইমার সাকিব বা ফিজ?

পুঁটি তোর মা–ও দেখি ভয়ানক চিজ।

থানা নয়, মাঠ চায়, কত আহ্লাদ!

আজ থেকে খেলাধুলা একদম বাদ।

মাঠে পা রাখলেই ছেঁটে দেব ডানা

(যত বড় মাঠ নয়, তত বড় থানা। )