চুপ থাক পুঁটিমাছ
আহমেদ সাব্বির
ত্যান্দড় পোলাপান ফাজিলের চেলা
বাদ দিয়ে লেখাপড়া খেলা আর খেলা?
মাঠ নিয়ে মাতলামি? হতে চাস মেসি?
‘চুপ থাক পুঁটিমাছ, লাফাবি না বেশি।’
হতে চাস নেইমার সাকিব বা ফিজ?
পুঁটি তোর মা–ও দেখি ভয়ানক চিজ।
থানা নয়, মাঠ চায়, কত আহ্লাদ!
আজ থেকে খেলাধুলা একদম বাদ।
মাঠে পা রাখলেই ছেঁটে দেব ডানা
(যত বড় মাঠ নয়, তত বড় থানা। )