যে পাঁচ শিল্পী-সাহিত্যিকের জন্ম ও মৃত্যু একই দিনে

আজ রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত ও সাহিত্যিক রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ১৮৮০ সালের ৯ ডিসেম্বর, তিনি মারা যান ১৯৩২ সালের একই তারিখে। অর্থাৎ ৫২ বছরের ব্যবধানে একই দিনে জন্ম ও মৃত্যু হয়েছে তাঁর। রোকেয়ার স্মরণে চলুন আজ দেখে নেওয়া যাক একই তারিখে জন্ম ও মৃত্যু হওয়া পাঁচ শিল্পী-সাহিত্যিকের নাম ও পরিচয়।

ইতালীয় চিত্রশিল্পী রাফায়েল
সংগৃহীত

রাফায়েল

ইতালীয় চিত্রশিল্পী

জন্ম: ১৪৮৩ সালের ৬ এপ্রিল

মৃত্যু: ১৫২০ সালের ৬ এপ্রিল

ইংরেজ নাট্যকার উইলিয়াম শেক্‌সপিয়ার
সংগৃহীত

উইলিয়াম শেক্‌সপিয়ার

ইংরেজ নাট্যকার

জন্ম: ১৫৬৪ সালের ২৩ এপ্রিল

মৃত্যু: ১৬১৬ সালের ২৩ এপ্রিল

ইংরেজ লেখক স্যার টমাস ব্রাউন
সংগৃহীত

স্যার টমাস ব্রাউন

ইংরেজ লেখক

জন্ম: ১৬০৫ সালের ১৯ অক্টোবর

মৃত্যু: ১৬৮২ সালের ১৯ অক্টোবর

সমাজসংস্কারক রোকেয়া সাখাওয়াত হোসেন
প্রতিকৃতি: মাসুক হেলাল

রোকেয়া সাখাওয়াত হোসেন

বাঙালি সাহিত্যিক ও সমাজসংস্কারক

জন্ম: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর

মৃত্যু: ১৯৩২ সালের ৯ ডিসেম্বর

সুইডিশ অভিনেত্রী ইনগ্রিড বার্গম্যান
সংগৃহীত

ইনগ্রিড বার্গম্যান

সুইডিশ অভিনেত্রী

জন্ম: ১৯১৫ সালের ২৯ আগস্ট

মৃত্যু: ১৯৮২ সালের ২৯ আগস্ট