রবিনের কি আসলেই ‘গার্লফ্রেন্ড’ আছে?

একটু থামুন

অপরিচিত এক নম্বর থেকে ফোন পেল সদ্য কৈশোর পেরোনো রবিন। ফোনের ওপাশে নারীকণ্ঠ।

অপর প্রান্ত থেকে: তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে?

রবিন: হ্যাঁ, আছে। তুমি কে?

অপর প্রান্ত থেকে: আমি তোর বড় বোন। খবর আছে তোর। বাসায় আয়, বাবাকে সব বলছি আমি। পড়াশোনা নাই, সারা দিন এই সব করে বেড়াও, না? বদমাশ কোথাকার!

রবিন তো চিন্তায় অস্থির।

একটু থামুন

কিছুক্ষণ পর আবার অপরিচিত এক নম্বর থেকে ফোন এল। এবারও নারীকণ্ঠ।

অপর প্রান্ত থেকে: তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে?

রবিন: না না, কেউ নাই। আমি সিঙ্গল।

অপর প্রান্ত থেকে: কী? আরে, আমি রিয়া, তোমার গার্লফ্রেন্ড। তুমি আমাকে চিনতে পারলে না? আর মানুষকে তাহলে এসব বলে বেড়াও, না?

রবিন: না না, রিয়া! ব্যাপারটা হয়েছে কি...আসলে সরি। আমি ভেবেছি, তুমি আমার বড় বোন! রাগ করো না প্লিজ!

অপর প্রান্ত থেকে: হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি তোমার বড় বোন। বাসায় আয় আজকে। তোর খবর আছে!