default-image
বিজ্ঞাপন

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের যখন নেতিবাচক: ঠাঁই নাই ঠাঁই নাই, ছোট সে তরী...

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের যখন মুডি: আমার ছোট তরী, বলো যাবে কি?

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের যখন বাস্তববাদী: আমার ভাঙা তরী ছেঁড়া পাল...

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের মাঝি যখন বিপ্লবী: দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের মাঝি যখন রোমান্টিক: সব সখিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখি তোমার কানের সোনা...

কপিলা: আমারে নিবা মাঝি লগে?

কুবের মাঝি যখন আদর্শ প্রেমিক: আমার ছিপ নৌকোয় এসো, ও অন্য মেয়ে...

মন্তব্য পড়ুন 0