শাপে বর হয়, কনে হয় না কেন

বাংলা ভাষায় যে বাগ্‌ধারাগুলো আছে, সেগুলো এল কোথা থেকে?

দুধের মাছি

ছবি: পেক্সেলস

দুধের মাছি বাগ্‌ধারার অর্থ সুসময়ের বন্ধু। মাছি দুধ বা দুধের তৈরি খাবার দেখলে খাওয়ার জন্য এগিয়ে আসে। একইভাবে কিছু বন্ধু আছে, যারা সুখের সময় পাশে থেকে শুধু নিজে ভোগ করার চিন্তা করে। খারাপ সময়ে তাদের আর দেখা যায় না। তবে জেনে রাখা ভালো, মাছির সব প্রজাতি এক রকম খাবার পছন্দ করে না। কোনো কোনো মাছি মাছ–মাংস পছন্দ করে, কেউ করে পাকা ফল। মাছির দাঁত নেই। লম্বা হুলের মতো জিব দিয়ে তারা তরল চুষে খায়।

যক্ষের ধন/যখের ধন

ছবি: পেক্সেলস

যক্ষ বা যখ কাল্পনিক প্রাণী। প্রাচীন ভারতীয় সাহিত্যে যখের কথা আছে। এরা বিভিন্ন রূপ ধারণ করে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াতে পারে। ধনসম্পদের দেবতা কুবের। যখেরা কুবেরের পূজা করে। অন্যভাবে বলা যায়, যখদের রাজা হলেন কুবের। যখেরা কুবেরের ধনসম্পদ পাহারা দেয়। মাটির নিচে পুঁতে রাখা মূল্যবান জিনিস যখেরা আগলে রাখে। কৃপণ লোকও একইভাবে টাকাপয়সা বা মূল্যবান জিনিস আগলে রাখে।

শাপে বর

ছবি: সংগৃহীত

‘শাপ’ মানে অভিশাপ। অন্যের অনিষ্ট চেয়ে অভিশাপ দেওয়া হয়। আর ‘বর’ মানে মঙ্গল বা আশীর্বাদ। অলৌকিক উপায়ে মনমতো কিছু লাভ করাকে বর বলে। কাউকে পছন্দ না করলে কিংবা রেগে গেলে অনেক সময় মানুষ অভিশাপ দেয়। এই অভিশাপ কখনো কখনো ঠিক ঠিক ফলেও যায়। ফলে যাওয়ার পরিণতি যদি কারও জন্য মঙ্গলকর হয়, তখন তাকে বলা হয় শাপে বর।

তারিক মনজুর: শিক্ষক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন