শার্লক হোমস দিবস

২২১ বি, বেকার স্ট্রিট, লন্ডন। শার্লক হোমসের বাসস্থান। বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য চিঠি আসত ওই ঠিকানায়। একেক চিঠিতে একেক রহস্যের জট। কিংবা নেহাতই প্রশংসা জানিয়ে চিঠি। বড় অদ্ভুত বটে। নিতান্তই গোয়েন্দা উপন্যাসের এক চরিত্রের এমন আকাশচুম্বী জনপ্রিয়তা! হ্যাঁ, পৃথিবী বিখ্যাত এই গোয়েন্দাকে চেনেন না, এমন সাহিত্যপ্রেমী খুঁজে পাওয়া মুশকিল।

১৮৮৭ সালে প্রকাশিত হয় শার্লক হোমসের প্রথম বই। রাতারাতি তুমুল জনপ্রিয়তা অর্জন করেন শার্লক। সৃষ্ট চরিত্রের আড়ালে রীতিমতো চাপা পড়ে যান চরিত্রটির স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল। তাতে কি! এ তো বরং স্রষ্টার আনন্দ। এরপর টানা ৪০ বছর ধরে প্রকাশিত হয়েছে শার্লক হোমসের গল্প।

আজ ২২ মে, শার্লক হোমস দিবস। এই অমর চরিত্রের স্রষ্টা স্যার আর্থারের জন্মদিনও। তাঁকে শ্রদ্ধা জানাতেই প্রতিবছর পালিত হয় দিবসটি।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে