বুদ্ধির পরীক্ষা
বাসায় ছোটরা এসেছে। মামা বুদ্ধি পরীক্ষায় নামলেন।
মামা বললেন, ‘চোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দিতে পারবি?’
জিতু বলল, ‘পারব, মামা।’
মামা বললেন, ‘বলে ফেল।’
জিতু বলল, ‘চোর পালালে বুদ্ধি বাড়ে। অতএব নিজের বুদ্ধি বাড়ানোর জন্য চোরকে সব সময় পালাতে দিতে হবে।’
এভারেস্ট দেখা
ভূগোল শিক্ষক অনুপস্থিত থাকায় গণিতের শিক্ষক ক্লাসে এসেছেন ভূগোল পড়াতে।
কিছুক্ষণ কথা বলার পর এক ছাত্রকে বললেন, ‘বলো তো, এভারেস্ট কোথায়?’
এক ছাত্র বলল, ‘জানি না, স্যার।’
শিক্ষক বললেন, ‘এটাই জানো না! কানে ধরে বেঞ্চের ওপর দাঁড়ালেই সব জানতে পারবে!’
ছাত্রটি বলল, ‘কানে ধরে বেঞ্চের ওপর দাঁড়ালে কি এভারেস্ট দেখা যাবে, স্যার?’
আসল কারণ
বাস ধরার জন্য তাড়াহুড়া করে বাসা থেকে বেরিয়েছে সবাই।
সঙ্গে তিনটি বড়সড় লটবহর। বাসস্ট্যান্ডে আসার পর মুবিন কী যেন খুঁজছে।
মুবিন রুবিনাকে বলল, ‘তুমি এত লটবহর না এনে বড় আলমারিটাই তো সঙ্গে করে নিয়ে আসতে পারতে!’
রুবিনা বলল, ‘আরে, এত দূর যাচ্ছি, কয়েকটা কাপড় সঙ্গে না নিলে হয় নাকি!’
মুবিন বলল, ‘না, আসলে বাসের টিকিটগুলো আলমারির ড্রয়ারে ফেলে এসেছি।’
ছাত্রের যুক্তি
ক্লাসে শিক্ষক বললেন, ‘তুমি চেয়ারে বসে আছ। চেয়ার মাটি স্পর্শ করে আছে, অর্থাৎ তুমিও মাটিতে বসেছ। এ রকম আরেকটা উদাহরণ দাও তো।’
এক ছাত্র বলল, ‘স্যার, বইটা টেবিলে আছে, টেবিলটা আছে মাটির ওপর, অর্থাৎ বইটাও আছে মাটির ওপর।’
দ্বিতীয় ছাত্র বলল, ‘ধরুন স্যার, আপনি মুরগি খেয়েছেন আর মুরগি পোকা খেয়েছে। সুতরাং আপনিও পোকা খেয়েছেন।’