সামান্য ভুলেই কত বড় সর্বনাশ

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

সব ভুলে যাওয়া

সব ভুলে গেছেন হাদিদ সাহেব।

ফলে সাক্ষ্য দিতে গিয়ে গন্ডগোল বাধিয়ে ফেললেন।

: আপনি বলতে চাইছেন, আপনার কিছুই মনে নেই?

: জি না, কিছুই মনে নেই।

: কী কী ভুলে গেছেন, সেটা কি মনে আছে?

অভিযাত্রীর অবসরে

দুই এভারেস্ট অভিযাত্রীর মধ্যে কথা হচ্ছে।

প্রথম অভিযাত্রী জানতে চাইল, ‘আচ্ছা, তুমি অবসরে ছুটি কাটাও কোথায়?’

দ্বিতীয় অভিযাত্রীর জবাব, ‘অবসরটা আমার দুই জায়গায় কাটে।’

প্রথম অভিযাত্রীর প্রশ্ন, ‘কোথায় কোথায়?’

দ্বিতীয় অভিযাত্রী বলল, ‘অবসরের অর্ধেক সময় আমি এভারেস্টে ওঠার চেষ্টা করি, আর বাকি সময়টা হাসপাতালে কাটিয়ে দিই।’

স্বার্থপর

বাবু গালে হাত দিয়ে কী যেন ভাবছে।

লাবু গেল ঘাঁটাতে—

লাবু: কিরে, দিনরাত কী অত ভাবিস, বল তো!

বাবু: ভাবছি...বোকা লোকগুলো যদি সব মরে যায়, তখন পৃথিবীটার কী হবে!

লাবু: তুই এত স্বার্থপর! সারাক্ষণ শুধু নিজের কথাই ভাবিস!

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

সামান্য ভুল

স্বামী–স্ত্রী ঝগড়ার চূড়ান্ত পর্যায়ে। তৃতীয় এক ব্যক্তি এলেন কথা বলতে—

: আপনার স্বামীর সঙ্গে ঝামেলাটা হলো কী নিয়ে?

: জ্বরের ঘোরে বলছিল, ‘নিতু, আমাকে এক গ্লাস পানি এনে দাও না।’

: ব্যস, এটুকুই! এ কারণেই এত ঝামেলা?

: আমার নাম জলি।