default-image
যে ব্যক্তি যুক্তি বোঝে না, সে কেবল তার অনুরাগ সঙ্গে নিয়ে চলে।
সিসেরো, রোমান লেখক ও রাজনীতিবিদ (খ্রিষ্টপূর্ব ১০৬–৪৩)
default-image
তুমি যা দেখাতে চাও, তা করে দেখানোই হলো সুনাম অর্জনের সহজ উপায়।
সক্রেটিস, গ্রিক দার্শনিক (খ্রিষ্টপূর্ব ৪৬৯–৩৯৯)
default-image
একজন সেলিব্রিটিকে কত মানুষ যে চেনে, তা সে নিজেও জানে না, এটা তার জন্য সুখেরই ব্যাপার।
লর্ড বায়রন, ইংরেজ কবি (১৭৮৮–১৮২৪)
default-image
বসন্তে একটু পাগলামি স্বাস্থ্যকর; এমনকি রাজার জন্যও।
এমিলি ডিকিনসন, মার্কিন কবি (১৮৩০–১৮৮৬)
বিজ্ঞাপন
একটু থামুন থেকে আরও পড়ুন
মন্তব্য করুন