‘সুন্দরের হাতে আজ হাতকড়া, গোলাপের বিরুদ্ধে হুলিয়া’ কবি মহাদেব সাহা এমন অভিযোগ করেছেন কবিতায়। সত্যিই তো, অন্যায়, অসুন্দর আর অপরাধীর হাতে থাকবে হাতকড়া; এমন ভাবনা থেকে নিশ্চয়ই উদ্ভাবন হয়েছিল বস্তুটির! সে যাক, কার হাতে হাতকড়া আর কার হাতে নয়, সে বিচার না করে আমরা বরং এর উদ্ভাবন নিয়ে কথা বলি।
হাতকড়ার জন্ম–ইতিহাস কিন্তু বহু পুরোনো। গ্রিক পুরাণে বর্ণিত হয়েছে হাতকড়ার কথা। আধুনিক ইতিহাসে ১৮৬২ সালে ডব্লিউভি অ্যাডামস হাতকড়া তৈরির মেধাস্বত্ব করিয়ে নেন। তবে তা ছিল ভারী, মোটা আর অস্বস্তিদায়ক। পরবর্তীকালে জর্জ অ্যা কার্নি আধুনিক হাতকড়া তৈরি করেন এবং ১৯১২ সালের ২০ ফেব্রুয়ারি পেটেন্ট করান।
আজ ২০ ফেব্রুয়ারি, হাতকড়া দিবস। জর্জ কার্নির প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্রে ২০ ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে দিবসটি।
ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে