২০টি কৌতুক, সঙ্গে ১টি ফ্রি

২০২০ সাল বিদায় নিতে চলেছে। আসছে ২০২১। তাই ২০টি কৌতুকের সঙ্গে আজ ১টি থাকল ফ্রি।

১. কম্পিউটার অনেকটা মানুষের মতোই। কেবল একটাই পার্থক্য—এটি নিজের দোষ অন্য কম্পিউটারের ঘাড়ে চাপাতে পারে না।
২. প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলেন তিনি, যাঁর বৃদ্ধি ওপর ও নিচ এ দুই প্রান্ত থেকে থেমে গেছে, কিন্তু পাশে বাড়ছে।
৩. নির্বোধের সঙ্গে তর্কে যেও না। সে তোমাকে নিজের পর্যায়ে নামিয়ে আনবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাকে হারিয়ে দেবে।
৪. মানুষ মাত্রই ভুল হয় কিন্তু অফিস মাত্রই তা ক্ষমা করে না।
৫. আমি আমার দাদার মতো ঘুমের মধ্যে শান্তিতে মরতে চাই, তাঁর বাসের যাত্রীদের মতো চিত্কার করতে করতে নয়।
৬. শিশুদের আমরা প্রথম ২ বছর হাঁটা আর কথা বলা শেখাই। পরের ১৬ বছর তাকে যে কথাটা সবচেয়ে বেশি শুনতে হয় তা হলো—চুপ করে বসে থাকো!
৭. লোকটা কখনো গাধা দেখেনি। এমনকি আয়নাও না।
৮. সন্ধ্যার খবর শুরু হয় ‘শুভ সন্ধ্যা’ বলে। এরপর একে একে বলা হয় সন্ধ্যাটি কেন শুভ নয়।
৯. যদি তোমার মনে হয় যে তুমি বেঁচে আছ নাকি মরে গেছ তা নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই, তাহলে এক-দুই মাস বাড়ি ভাড়া দেওয়ার কথা ভুলে গিয়ে দেখ।
১০. একটি বই থেকে নিয়ে লিখলে সেটা হয় চুরি। আর কয়েকটা বই থেকে নিয়ে লিখলে হয় গবেষণা।
১১. আপনার যথেষ্ট পরিমাণ টাকা আছে, শুধু এটা বোঝাতে পারলেই আপনি কোনো ব্যাংক থেকে টাকা ধার পেতে পারেন।
১২. যদি বলো আকাশে চার বিলিয়ন তারা আছে, তাহলে না গুনেই সবাই সেটা বিশ্বাস করবে। কিন্তু যদি বলা হয়, মাত্র রং করেছি, চেয়ারের রংটা এখনো শুকায়নি, তাহলে সবাই হাত দিয়ে দেখবে।
১৩. একজন কূটনীতিবিদ হলেন সেই ব্যক্তি, যিনি এমনভাবে আপনাকে নরকে যেতে বলবেন যে আপনি যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবেন।
১৪. আতিথেয়তা এমন একটি গুণ, যার কারণে অতিথিরা ভাবে যেন তারা নিজের বাড়িতেই আছে।
১৫. আমি কাজ খুব ভালোবাসি। কাজ আমাকে আকৃষ্ট করে। আর তাই তো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে অন্যের কাজ দেখি।
১৬. লক্ষ্য ভেদ করতে চাইলে প্রথমে তীর ছোড়ো, তারপর যেটায় লাগে সেটাকেই লক্ষ্যবস্তু হিসেবে প্রচার করো।
১৭. তুমি ছাড়া জীবনটা এতটাই দুঃসহ যে না থাকলেও মনে হয় তুমি আমার সঙ্গেই আছ।
১৮. মৃত্যু বংশানুক্রমিক একটা ব্যাপার।
১৯. গাড়ি চালানোর সময় মদ্যপান করবেন না। ঝাঁকি খেয়ে গ্লাসের তরল আপনার গায়ে পড়তে পারে।
২০. হে প্রভু, যদি আমার ওজন নাই কমে তাহলে আমার বন্ধুদের মোটা বানিয়ে দাও।
২১. স্বীকারোক্তি জিনিসটা আত্মার শান্তির জন্য ভালো, কিন্তু ক্যারিয়ারের জন্য নয়।