নেদারল্যান্ডসে গাছে পানি দিতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা, ফিরে আসার সময় ঘাসও কি কেটে আনবেন?

পৃথিবীব্যাপী সংকটের কারণে গত ১২ মে বিদেশে অপ্রয়োজনীয় সফর বন্ধে নির্দেশনা দিয়েছে সরকার। তারপরও ফাঁকফোকর গলে বিদেশে যাচ্ছেন কিছু সরকারি কর্মকর্তা। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের একজন কর্তা নেদারল্যান্ডসের এক মেলায় গাছে পানি দিতে যাওয়ার উদ্যোগ নিয়েছেন। সফরটি বাতিলে রোববার সকালে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন বরিশালের বাসিন্দা এ এস এম আল সনেট। রিটে বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে। এ বিষয়ে ‘একটু থামুন’ কথা বলল দেশের কজন আমজনতা ও একটি বিশেষ গাছের সঙ্গে। কী বললেন তারা?

কার্টুন: জুনায়েদ
কার্টুন: জুনায়েদ
কার্টুন: জুনায়েদ
কার্টুন: জুনায়েদ