লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে অফিসে আসার অনুমতি চেয়ে আবেদন

কার্টুন: এস এম রাকিবুর রহমান

বরাবর

বড় স্যার

তুফান সমবায় লিমিটেড

ঢাকা

বিষয়: লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি পরে অফিস করার অনুমতি প্রসঙ্গে

জনাব

বিনীত নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন বাধ্য ও অনুগত কর্মী। আপনার উদ্দেশে আজ এই আবেদনপত্র লেখা মূলত দুটি কারণে। দ্বিতীয় কারণটা একদম শেষে বলব। আগে প্রথমটা বলি।

আপনি নিশ্চয়ই জানেন না (জানার কথাও নয়), অফিসে আমাদের ঘরে যে এসি লাগানো, সেটা দীর্ঘদিন ধরেই কোমায় আছে। অন করলেই বিকট ঘটঘট–ঘটঘট শব্দ আসে, কিন্তু বাতাস আসে না। এসির ঘটঘট আর ফ্যানের ঘটাং–ঘটাংয়ের যুগলবন্দীতে অধিকাংশ সময় আমরা কাজে মন দিতে পারি না।

অত্যধিক গরমে আক্ষরিক অর্থেই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছি। কিন্তু এর তো একটা সুরাহা দরকার। এই তীব্র গরমেও কেন স্যুট-টাই পরে অফিস করে যাচ্ছি, জানি না। পোশাক তো কেবলই বাহ্যিক রূপ, আপনার তো দরকার কাজ। মানে ভেতরের মানুষটা। আপনিই বলুন, তরমুজ কেনার সময় আপনি বাইরের সবুজ দেখে কেনেন, নাকি ভেতরের লাল?

কদিন ধরে আবার বৃষ্টি শুরু হয়েছে। একটু বৃষ্টি হলেই অফিসের সামনের রাস্তায় পানি জমে যায়। লুঙ্গি পরে এলে অন্তত কাছা দিয়ে নিতে পারতাম। ওসব স্যুট-বুট পরে কি আর এই পানিতে নামা যায়, বলেন?

তাই জনাব, আপনার কাছে আকুল আবেদন, আমাদের স্যান্ডো গেঞ্জি ও লুঙ্গি পরে অফিস করার অনুমতি দিয়ে বাধিত করুন।

নিবেদক

জালাল সরকার

কর্মকর্তা, জনসংযোগ বিভাগ

তুফান সমবায় লিমিটেড

বি. দ্র: ওহ, দ্বিতীয় কারণটা বলা হয়নি। অফিসের আর কোনো রুমে এসি কাজ না করলেও আপনার রুমে ঠিকই কাজ করে। আবেদনপত্র জমা দেওয়ার ছুতায় বেশ কিছুক্ষণ যে এসি রুমে বসে থাকা গেল, এটুকুই বা কম কিসে!