টাকার কথা

খবর: কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে ৮ মে থেকে মার্কিন ডলারের ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ক্রলিং পেগ বিনিময়পদ্ধতি চালু হয়েছে। ক্রলিং পেগ পদ্ধতির আওতায় ডলারের মধ্যবর্তী একটি দাম নির্ধারণ করে ব্যাংকগুলোকে এই দরের আশপাশে স্বাধীনভাবে লেনদেন করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। মধ্যবর্তী এই দর নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। (সূত্র: প্রথম আলো, ৮ মে ২০২৪)

টাকাছবি: প্রথম আলো

আমার গায়ে

আগের মতো ডাট নেই

একটু দেমাগ

থাকার কথা, ‘বাট’ নেই।

ঘুরেফিরে

থাকি সবার সামনেই

মন খারাপের

কারণ—আগের দাম নেই।

নতুন করে

কমল আমার মূল্য

আমি এখন

ধুলোর সমতুল্য।

কমতে কমতে

কত নিচে নামব?

বলেন তো, কোন

তলদেশে থামব?

আমি এখন

পানির চেয়ে সস্তা

এক ডলারে

পাবে আস্ত বস্তা।

পতন হলে

ধরে না কেউ ঝুঁকেও

রাখে না কেউ

লকারে, সিন্দুকেও।

কারও কাছে

আমি হাতের ময়লা

আমার চেয়ে

ভালো কালো কয়লা।

কারও কাছে

আমি বাধামুক্ত

আমার মূল্য

কমার উপযুক্ত।

শ্রমে ঘামে

আমাকে যায় পাওয়া

আমার মূল্য

বাজার থেকে হাওয়া।

তবু মানুষ

আমার পিছু ছুটছে

ছুটতে ছুটতে

আমার তাপে ফুটছে।