দুবাই যাব

খবর: ইইউ ট্যাক্স অবজারভেটরির এক প্রতিবেদনে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২০২২ সালে যে ৫৩২ জন বাংলাদেশি আবাসন কিনেছেন, তাঁদের কেনা সম্পদের অর্থের মূল্য ছিল ৩৭ কোটি ৭৪ লাখ ডলার। (সূত্র: প্রথম আলো, ১৬ মে ২০২৪)

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ২০২২ সালে যে ৫৩২ জন বাংলাদেশি আবাসন কিনেছেনছবি: পেক্সেলস

এই দ্যাশে আর থাকব না রে, এইটা কোনো দ্যাশ?

মানুষজনের অত্যাচারে জীবন পুরাই শ্যাষ!

এদের তো নাই বিবেচনা, নাই বুদ্ধি-বোধ

ব্যাংক থেকে ঋণ নিলেই বলে, করতে হবে শোধ!

শোধ করবার জন্য বুঝি নিয়েছি ব্যাংক লোন?

দুঃখে আমার বুক ভেঙে যায়, সঙ্গে ভাঙে মন!

এই দ্যাশে আর থাকব না রে, এইটা কোনো দ্যাশ?

যার পকেটে দুই টাকা নাই, সে মেরে যায় ঠ্যাস!

সোশ্যাল মিডিয়াতে থাকা অভদ্র জঞ্জাল

লাইভে এসে বংশ তুলে করছে গালাগাল!

মন্দ কথা বলতে থাকে, গলায় সেকি জোর!

ঋণখেলাপি হলেই আমায় ডাকতে হবে চোর?

এই দ্যাশে আর থাকব না রে, এইটা কোনো দ্যাশ?

দুবাই যাব, জমাইতেছি, বাড়াইতেছি ক্যাশ!

আর কটা দিন করা গেলে ইচ্ছামতন লুট

দুবাই গিয়ে কিনব বাড়ি, থাকবে রয়্যাল স্যুট!

দ্যাশে যখন ভেজাল হবে, করব সেথায় বাস

মরুর বুকেই শান্তিমতো ছাড়িব নিশ্বাস!

অবাক দ্যাশে জন্ম আমার, আজব মানুষজন

নিজে কিছুই কামাচ্ছে না, খুঁজছে পরের ধন!

আমার টাকার চুলকানিতে সবার গায়েই র‌্যাশ!

এই দ্যাশে আর থাকব না রে, এইটা কোনো দ্যাশ?