প্রেমিক: নির্বাচনে মনোনয়নপ্রার্থী

এই দলে আসলে আবালবৃদ্ধবনিতা সবাই আছে! কেউ স্বীকার করে, কেউ চেপে যায়। এদের কেউ কেউ একটি বিশেষ নির্বাচন কমিশনের গ্রিন সিগন্যাল পেয়ে নির্বাচনের মাঠে নামার সুযোগ পায়। আর সেই সুযোগে কেউ হয় বিজয়ী, কেউ কাঁদে আড়ালে।

প্রেমিকা: নির্বাচন কমিশন

এদের হাতেই সব সুতা। এরা সুতা যেভাবে নাচায়, সেভাবেই নাচে সবাই! এরা চাইলে মনোনয়নপ্রার্থী নির্বাচনের লড়াইয়ে নামার সুযোগ পায়। কখনো কখনো ‘স্পেশাল’ সুবিধাও নাকি পায় কেউ কেউ। আর দিন শেষে প্রার্থীর পারফরম্যান্স ভালো হলে তার নাম উঠে যায় বিজয়ীর তালিকায়।

প্রেমিকার সাবেক প্রেমিক: বিগত নির্বাচনে বিজয়ী দুর্নীতিবাজ প্রার্থী

নির্বাচনে মনোনয়নপ্রার্থীর কাছে এরা বরাবরই দুর্নীতিবাজ, কালোটাকার মালিক, ঋণখেলাপি। কেবল এতটুকুই নয়, এরা যা-ই করে, তা-ই যেন সাক্ষাৎ কুকর্ম! নির্বাচনের আগে মিষ্টি মিষ্টি কথা বলে কমিশনের মন জয় করে। বিজয়ী হলেই খুলে যায় মুখোশ।

প্রেমিকার ছোট ভাই/বোন: সুবিধাভোগী আমলা

এদের না যায় সহ্য করা, না যায় উপেক্ষা করা। সেই বাণীটা এদের বেলায় খুব খাটে, ‘ইউ ক্যান লাভ দেম, ইউ ক্যান হেট দেম, বাট ইউ ক্যান নট ইগনোর দেম!’ এরা নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে কলাটা-মুলোটা আদায় করে প্রার্থীর কাছ থেকে। কাকপক্ষীও টের পায় না!

প্রেমিকার মা/বাবা: দুদক

একেবারে সাক্ষাৎ আতঙ্ক যাকে বলে! নির্বাচন কমিশন আর প্রার্থীর মধ্যে এঁরা যেন চীনের প্রাচীর। এঁদের মনের পাসওয়ার্ড ভাঙা অসম্ভব। আর মন জয়? এটা কল্পনা করাই তো অপরাধ! প্রার্থী যে-ই হোক, তার নাড়ি-নক্ষত্র এঁরা বের করে ছাড়েন। এবং প্রমাণ করে দেন, প্রার্থী কতটা অসৎ।

প্রেমিকের বন্ধু: উপদেষ্টা

এরা নির্বাচন বিষয়ে পণ্ডিত। কী করিলে কী হইবে টাইপের জ্ঞান এদের পকেটে থাকে। এরা নিজেরা কোনো দিন ক্লাস ক্যাপ্টেনের নির্বাচনেও অংশ নেয়নি। কিন্তু নির্বাচনে সাফল্যের সব সূত্র তাদের মুখস্থ। তবে কথা একটাই, সাফল্যের সূত্র তারা ফ্রিতে দেয় না।

প্রেমিকার বন্ধু: তথ্য উপদেষ্টা

এরা প্রার্থীর জীবনে আশীর্বাদ। এরা না থাকলে জানা হতো না নির্বাচন কমিশনের হাওয়ার গতি প্রকৃতি। কমিশন কী চায়, কী খায়, কী পছন্দ তার, কিসেই–বা অ্যালার্জি—সবই জানা যায় এই তথ্য উপদেষ্টাদের কাছ থেকে।

প্রেমিকার ক্রাশ: বিরোধী দলের প্রার্থী

এদের কথা আর কীই-বা বলার আছে! এরা দেখতে নারি, ফলে তাদের চলন বাঁকা। এরা কোনো দিনও ভালো কাজ করেনি, বর্তমানে করছে না, ভবিষ্যতেও করবে না! এরা আপাদমস্তক দুর্নীতিবাজ, ভণ্ড, বদমাশ...তবে এই পর্যবেক্ষণ প্রার্থীর বেলায়ও প্রযোজ্য, বিরোধী দলের প্রার্থীর দৃষ্টিকোণ থেকে।