পদ
সাধারণ ভাবনা: ব্যাকরণে পড়েছি, পদ হচ্ছে একটি ভাষার ভাষাগত বিভাগ, যা সেই ভাষার বাক্যের নির্মাণপদ্ধতি, শব্দের শনাক্তকরণ, বিশ্লেষণ ও অন্যান্য ভাষাগত গঠনের বর্ণনা করে। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকেই এমনভাবে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায়, যার জন্য প্রতিটি শব্দের মধ্যে সম্পর্ক ও তাদের অর্থ সৃষ্টি করে। এ ছাড়া পদ মানে পা। এই পদ দিয়ে আমরা হাঁটি। পাগলা কুকুর পেছনে লাগলে ঝেড়ে দৌড়ও দিই এই পদ দিয়ে। পদ দিয়ে আমরা ফুটবল খেলি। ‘লাথি মাইরা চান্দে পাঠায়া দিমু’—এমন কথাও আমরা বলি মাঝেমধ্যে। সেই লাথি আমরা দিই পদ দিয়েই।
অসাধারণ ভাবনা: পদ হচ্ছে সেটাই, যা মানুষ আঁকড়ে ধরে রাখতে চায়। কোনোভাবেই নিচে নামতে চায় না। বরং চায় আরও ওপরে উঠতে। যেমন অমুক অধিষ্ট আছেন তমুক পদে। পদ নিয়ে অনেক নাটকও আমরা দেখি এ দেশে।
পদোন্নতি
সাধারণ ভাবনা: প্রতিষ্ঠানে এক পদ থেকে আরও বড় পদে অধিষ্ঠিত হওয়াই পদোন্নতি।
অসাধারণ ভাবনা: লোকটার অনেক রাগ। এতটাই রাগ যে শক্ত দেয়ালে সজোরে লাথি মেরেছেন। ফলে তাঁর পদের অনেকখানি অবনতি হয়ে বিষম ব্যথায় কাতরাচ্ছেন। চিকিৎসা নেওয়ার পর তাঁর পদের অনেকখানি উন্নতি হয়েছে। ডাক্তার তাঁকে বলেছেন, কিছুদিন পর আপনার পদ দিয়ে আবারও দেয়ালে লাথি মারতে পারবেন। এটাই পদোন্নতি।
পদপ্রার্থী
সাধারণ ভাবনা: কোনো পদ বা দায়িত্ব গ্রহণে ইচ্ছুক ব্যক্তি হলেন পদপ্রার্থী।
অসাধারণ ভাবনা: লোকটার অনেক পদ দরকার। অনেক, অনেক, অনেক। যত বেশি পদ, তত বেশি বিক্রি তার। কারণ তিনি জুতাবিক্রেতা। অতএব তিনি পদপ্রার্থী।
পদচ্যুতি
সাধারণ ভাবনা: ব্যর্থতার অভিযোগে বিশেষ পদে দায়িত্বরত কাউকে অব্যাহতি দেওয়াই পদচ্যুতি।
অসাধারণ ভাবনা: লোকটা রাস্তা দিয়ে হাঁটছিল। সামনেই ছিল খোলা ম্যানহোল। কিন্তু সে সেটা দেখতে না পাওয়ায় তার পদ দুটো চ্যুত হলো। পড়ে গেল খোলা ম্যানহোলের ভেতরে। এটাই পদচ্যুতি।
পদত্যাগ
সাধারণ ভাবনা: কোনো একটা প্রতিষ্ঠানে কর্মরত কেউ পদ ছেড়ে দিলে সেটা হয় পদত্যাগ।
অসাধারণ ভাবনা: পদে ব্যথা অনুভূত হওয়ায় দুটি পদের ওপর ভর ত্যাগ করে বসে পড়লেন কেউ একজন। অতএব তিনি পদত্যাগ করলেন।