অতিরিক্ত দায়িত্ব পালনের কিছু নমুনা

বেশি বেশি বা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। কিন্তু তারপরও কিছু ব্যাপারে কেউ কেউ অতিরিক্ত দায়িত্ব পালন করে। উদাহরণ দিচ্ছেন অতিরিক্ত মেধাবী আবদুল্লাহ মামুর

দেশলাই কাঠি

ছবি: পেক্সেলস

দেশলাইয়ের কাঠির কাজ কী? অবশ্যই আগুন ধরানো। কিন্তু এই কাঠিকে অনেক সময় আগুন ধরানোর পাশাপাশি মানুষের কানও পরিষ্কার করার কাজ করতে হয়!

মেস/হলের চেয়ার

চেয়ার বসার জন্য রাখা হলেও মেস কিংবা হলের চেয়ারগুলো কাপড় রাখার আলনা হিসেবেই বেশি জনপ্রিয়। এমনকি কাপড় রাখার মতো একটা ছোটখাটো আলমারি থাকলেও সব কাপড় জমা করা হয় চেয়ারেই।

পাবলিক টয়লেটের দেয়াল

ছবি: সংগৃহীত

দেয়াল দেওয়া হয় রোদ, বৃষ্টি এবং দৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তবে পাবলিক টয়লেটের দেয়ালকে এগুলোর পাশাপাশি সাহিত্য প্রকাশের খাতা এবং ছবি আঁকার ক্যানভাস হিসেবেও স্বীয় দক্ষতা প্রকাশে বদ্ধপরিকর থাকতে হয়!

পুরোনো টি-শার্ট

ছবি: সংগৃহীত

প্রায় সব টি-শার্টই তাদের বার্ধক্যের সময়ে এসে কীভাবে কীভাবে যেন ঘর মোছার কাপড় কিংবা পাপোশ হয়ে যায়।