টাওয়ার অব লন্ডনের এই দাঁড়কাক কেন চাকরি হারিয়েছিল?

নয়টি পোষা দাঁড়কাক আছে টাওয়ার অব লন্ডনে। বিশ্বাস করা হয়, এই দাঁড়কাক প্রহরীরা রাজমুকুট আগলে রাখে। তবে এই প্রহরীদের মধ্যে একটা দাঁড়কাক একবার টেলিভিশনের অ্যানটেনা খেয়ে ফেলেছিল! এই অপরাধে বেচারার চাকরি চলে গেছে!