অবশেষে খুঁজে পাওয়া গেল দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটিকে

চারপাশে কত বিচিত্র দৃশ্যই না চোখে পড়ে। দেয়াল, সাইনবোর্ড, অটোরিকশার দরজা কিংবা ট্রাকের গায়ে লেখা থাকে অমূল্য সব বাণী। বানান ভুলের নমুনাও চোখে পড়ে অহরহ। চোখের পলকে ঘটে যাওয়া বিচিত্র কোনো দৃশ্য হয়ে ওঠে হাসির কারণ। এমন মজার ছবি তুলে থাকলে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায়। যত্ন করে আপলোড করা হবে ‘একটু থামুন’ বিভাগে। ই-মেইল করতে পারেন আপনার নাম, মুঠোফোন নম্বর, ঠিকানাসহ: [email protected]

১.

মাস্ক ব্যবহার করতে না চাইলে অন্তত ‘মাক্‌স’ও যদি ব্যবহার করতাম আমরা... (শুদ্ধ বানান: মাস্ক, সুরক্ষিত)
ছবি: সানাউল্লাহ

২.

চাচা কিন্তু খেপে যাবেন
ছবি: শফিউল আল, ফার্মগেট, ঢাকা

৩.

যোগাযোগ করতে পারলে সফিক ভাইকে বলবেন বানানগুলো দেখে নিতে (শুদ্ধ বানান: ডিসেম্বর, তারিখ, ভাড়া, বাথরুম, ড্রইংরুম, ডাইনিংরুম, গ্যাস, যোগাযোগ)
ছবি: এইচ এম রাজন ইসলাম

৪.

তিনিই তো সবচেয়ে সুখী (শুদ্ধ বানান: দোকান)
ছবি: রিফাত ঊল্লাহ, বালিবাড়ি, দেবিদ্বার, কুমিল্লা