অ্যাপলের গাড়ি তৈরি হবে কোথায়

অ্যাপল আর হিউন্দাইয়ের মধ্যে আগামী মার্চের মধ্যে এক চুক্তি হওয়ার কথা রয়েছে
রয়টার্স

অ্যাপলের সঙ্গে গাড়ি যোগ করলেই ব্যাপারটা উড়ো খবর বলে উড়িয়ে দিতে মন চায়। কারণ, এ নিয়ে এত এত ‘রিউমার’ ছড়িয়েছে যে এখন আর কোনো কিছুই নিশ্চিত বলে মানতে ইচ্ছা হয় না। তবু দিন কয়েক আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাপল ইনকরপোরেটেড আর দক্ষিণ কোরিয়ার হিউন্দাই মোটর কোম্পানির মধ্যে আগামী মার্চের মধ্যে এক চুক্তি হবে। পরিকল্পনা হলো, ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে স্বয়ংক্রিয় বৈদ্যুতিক গাড়ি তৈরি করবে তারা।

আর এবার দক্ষিণ কোরীয় সংবাদমাধ্যম ই-ডেইলির এক প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক হিউন্দাই নয়, বরং দায়িত্ব পাচ্ছে তাদের অঙ্গপ্রতিষ্ঠান কিয়া মোটরস। সে খবর সত্য হলে বলা যায়, অ্যাপলের গাড়ি তৈরির প্রকল্প চাকায় ভর করে না হোক, তবে এগিয়েছে।

হিউন্দাই নিজে তৈরি না করে কিয়া মোটরসকে দায়িত্ব দেওয়ার পেছনে কারণ হতে পারে ব্র্যান্ডবিষয়ক। বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হিউন্দাইয়ের ব্র্যান্ড বেশ ‘শক্তিশালী’। নিজস্ব ব্র্যান্ডে তৈরি না করে অ্যাপলের ব্র্যান্ডে গাড়ি তৈরি করলে তাদের ব্র্যান্ডমূল্য কমে যাওয়ার শঙ্কা থাকতে পারে। আর দায়িত্ব কিয়া মোটরসকে দিলে হিউন্দাইয়ের ব্র্যান্ড অক্ষুণ্ন থাকবে বলে মনে করা হচ্ছে। তবে কোনো পক্ষই এখনো প্রকাশ্যে নিশ্চিত করে কিছু জানায়নি। আর আলোচনা এখনো প্রাথমিক পর্যায়েই আছে বলে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

কিয়া মোটরস রাজি হলে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কারখানায় তৈরি হবে অ্যাপলের গাড়ি
রয়টার্স

ই-ডেইলির তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে প্রতিষ্ঠানটি দক্ষিণ কোরিয়ার গাড়ি তৈরি শিল্প সম্পর্কে নির্ভুল তথ্য উপস্থাপন করে আসছে। সেদিক থেকে, তাদের দাবি একদম উড়িয়ে দেওয়ার মতো নয়। কিয়া মোটরস যদি অ্যাপল কারের দায়িত্ব গ্রহণে রাজি হয়, তবে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কারখানায় তৈরি হবে গাড়িগুলো। তাতে সুবিধা হলো, প্রতিষ্ঠান দুটির মধ্যে সমন্বয় সহজ হবে।

অবশ্য জর্জিয়ার কারখানার পাশাপাশি অ্যাপল কার তৈরি করতে যুক্তরাষ্ট্রে নতুন করেও কারখানা স্থাপন করা হতে পারে। সে কারখানায় বছরে চার লাখ গাড়ি তৈরির কথা শোনা গেলেও প্রথম বছর, অর্থাৎ ২০২৪ সালে কেবল এক লাখ বৈদ্যুতিক গাড়ি তৈরি সম্ভব হবে। অনেক প্রতিবেদনে তো বলা হয়েছে, আগামী বছরের মধ্যেই হয়তো আমরা অ্যাপল কারের পরীক্ষামূলক সংস্করণের দেখা পাব।

সূত্র: ই-ডেইলি, আইমোর, অ্যাপল ইনসাইডার