আইপিএলে তিনি বাজি ধরবেন না, তবে...

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

উত্তর সঠিক হয়েছে

জীববিজ্ঞান ক্লাস চলছে।

শিক্ষক ব্যাঙের পেট কেটে কোথায় কী আছে তা শিক্ষার্থীদের দেখাচ্ছেন।

ব্যাঙের পেট কাটার পর শিক্ষক বললেন, ‘ধরো, এভাবে মানুষের পেট কাটলে, তখন কী কী দেখতে পাবে?’

ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটি বলল, ‘সবার আগে পুলিশ, তারপর জেলখানা, স্যার।’

কফি কালারের মাস্ক

স্ত্রী শখ করে একটা কফি কালারের টাই উপহার দিয়েছে রবিনকে। হাতঘড়ির বেল্টের রং আর জুতার রংও মিলে গেছে। এখন কেবল একটা মাস্ক দরকার ওই কফি কালারের।

তাই রবিন গেল মাস্কের দোকানে, ‘ভাই, একটা মাস্ক হবে? কফি কালারের। কফির সঙ্গে হালকা দুধ মেশালে ঠিক যে রকম হয়।

দোকানদার বলল, ‘চিনি ছাড়া, না চিনিসহ?’

কথা সত্য

এক লেখক এসেছেন সাহিত্যপত্রিকার অফিসে।

সম্পাদক জিজ্ঞেস করলেন, ‘একটা গল্প দেবেন বলেছিলেন, এনেছেন?’

লেখক বললেন, ‘আর বলবেন না ভাই, অনেক খেটেখুটে একটা গল্প শেষ করেছিলাম, আমার তিন বছর বয়সী পুত্রটি এক ফাঁকে ওয়ার্ড ফাইলটা শিফট ডিলিট করে দিয়েছে!’

সম্পাদক অবাক হওয়ার ভান করে বললেন, ‘অ্যাঁ, বলেন কী! এই বয়সেই সে পড়তে শিখেছে!’

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

আইপিএলে তিনি বাজি ধরবেন না, তবে...

আইপিএল চলছে। গিল্টু প্রতিবারই আইপিএল দেখে আর বাজি ধরে। বন্ধুরা বিরক্ত। সবাই চেপে ধরল ওকে।
গিল্টু বলল, ‘দোস্ত, প্রতিজ্ঞা করতেছি শুধু আইপিএল না, আর কোনো কিছু নিয়েই কখনো বাজি ধরব না।’

নিয়াজ বলল, ‘জানি, প্রতিজ্ঞা রাখতে পারবি না।’

গিল্টুর মাথা গরম হয়ে গেল, ‘কী বললি, রাখতে পারব না! বেশ, কত টাকা বাজি?’