আপনার ডান পা কতটা মজবুত?

আপনার সামনে কি একটি টেবিল আছে? থাকলে ভালো, না থাকলে টেবিলের সামনে বসলেই চট করে একটা পরীক্ষা করতে পারবেন।

টেবিলটা একটু সামনে ঠেলে দিন। এবার ডান পা মেঝে থেকে কিছুটা ওপরে তুলে, হাঁটুর ভাঁজ ঠিক রেখে, ঘড়ির কাঁটার দিকে ধীরগতিতে ঘোরাতে থাকুন। আপনার ডান পা যদি মজবুত হয় তাহলে কাজটা কঠিন হবে না। কিন্তু কতটা মজবুত তা পরীক্ষা করার জন্য এবার আপনার ডান হাত সামনের দিকে একটু বাড়িয়ে, কনুইয়ের কাছের ভাঁজ ঠিক রেখে, হাতের মুঠি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান। দেখা যাবে, হাতের সঙ্গে তাল রেখে ডান পা আপনা থেকেই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে, কোনোভাবেই সেটি আর ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না। অর্থাৎ, এক হিসাবে আমাদের ডান পা যতটা মজবুত মনে হয় ততটা নয়, নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী স্বাধীনভাবে সে চলতে পারে না, ডান হাতের মতো করে চলতে হয়।

আমাদের ডান পা কি আসলেই ততটা মজবুত?
পেক্সেলস

কিন্তু যদি ডান হাতের পরিবর্তে বাঁ হাতটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়, তাহলে কোনো সমস্যা হয় না, ডান পা ও বাঁ হাত একই সঙ্গে বিপরীত দিকে ঘুরতে পারে। এর কারণ হলো, ডান হাত ও ডান পা, সাধারণভাবে বলা যায় শরীরের ডান দিকের অঙ্গপ্রত্যঙ্গগুলোর কাজের সমন্বয় করে মস্তিষ্কের বাঁ পাশের অংশ। এ জন্যই তারা একসঙ্গে চলে। অনুরূপভাবে বাঁ দিকের হাত-পা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের ডান অংশ। বাঁ পা ও বাঁ হাত নিয়ে পরীক্ষাটি করলে একই ফল পাওয়া যাবে। একই পাশের হাত ও পা একই সময়ে দুই দিকে ঘোরানোর জটিল কাজটি মস্তিষ্কের অভিন্ন কেন্দ্র থেকে সমন্বয় করা কঠিন। কিন্তু যদি ডান পা ও বাঁ হাতের ব্যাপার হয়, তাহলে তারা যে যেদিকেই ঘুরুক, সমস্যা নেই। কারণ, দুই পাশের কাজ মস্তিষ্কের দুই ভিন্ন কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়।