করপোরেট বাক্যের লুকানো অর্থ

‘সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়...’—সিনেমার এই গানের মতোই করপোরেট চাকরি বা ব্যবসায় এমন কিছু বাক্য ব্যবহার করা হয়, যেগুলোর অন্তর্নিহিত মানে বুঝে নিতে হয়। তেমনই কিছু করপোরেট বাক্যের লুকানো অর্থ জেনে নিন...

করপোরেট বাক্য

মানুষ হিসেবে আপনাকে আমাদের পছন্দ হয়েছে। বিশ্বাস করুন, শুধু এ জন্যই অন্য কারও সঙ্গে কাজটা না করে আপনার সঙ্গে করছি।

লুকানো অর্থ

অনেক খোঁজাখুঁজি করেও এত কম টাকায় আর কাউকে পেলাম না।

করপোরেট বাক্য

আপনাকে আজ অনেক হ্যান্ডসাম লাগছে, বস। দেখে মনে হচ্ছে, বয়স ১০ বছর কমে গেছে। কী পারফিউম মেখেছেন, বস?

লুকানো অর্থ

তেল দিলাম, বস। কারণ, অতীত ইতিহাস বলে, নিয়মিত তেল পেলে আপনি কোনো ঝামেলা করেন না।

করপোরেট বাক্য

আপনার আইডিয়া খুবই চমৎকার। এই মুহূর্তে আমরা কোম্পানির স্কেজিওল ফলো করছি। তবে আশা করছি, খুব শীঘ্রই আপনাকে ডেকে পাঠাব।

লুকানো অর্থ

পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। তোমার চমৎকার আইডিয়া ধুয়ে পানি খাও, মিয়া। আগামী কয়েক বছরেও তোমাকে ডাকার কোনো সম্ভাবনা নেই।

করপোরেট বাক্য

আপনাদের প্রস্তাবটা ভালো লেগেছে। কিন্তু বাজেট অনেক বেশি। বাজেট কমালে হয়তো আমরা ভেবে দেখতে পারি।

লুকানো অর্থ

দুই টাকা বাজেট দেন আর দুই কোটি দেন, সব বাজেটই আমাদের কাছে বিশাল। কাজের বিনিময়ে টাকা দিতে হয়, এই সিস্টেম যে আবিষ্কার করছে, ওই ব্যাটারে পাইলে…

করপোরেট বাক্য

আপনার কাছে মনে হচ্ছে ইউনিক আইডিয়া, কিন্তু আপনি জানেন না এই আইডিয়া নিয়ে গত বছর থেকেই আমরা কাজ করছি। তিন–চারটি কোম্পানির প্রপোজাল এখনো আমাদের ওয়েস্ট বিনে আছে। চাইলে দেখাতে পারি।

লুকানো অর্থ

আইডিয়াটা ইউনিক তো বটেই। তবে ছোটখাটো একটা কোম্পানিকে এই আইডিয়ার ক্রেডিট পেতে দেব না। আমরা এটা চুরি করলাম। পারলে ঠেকান।

করপোরেট বাক্য

কাজে লাভ–ক্ষতি বড় কথা না। একটা সম্পর্ক হলো, এটাই আসল।

লুকানো অর্থ

লাভ ছাড়া আমরা ফ্রি–তে এক কাপ চা–ও খাওয়াইতাম না।