কার মাথা কার ব্যথা

৬-১২ সেপ্টেম্বর ‘মাইগ্রেন ও মাথাব্যথা সচেতনতা সপ্তাহ–২০২০’। এ উপলক্ষে আমাদের সপ্তাহব্যাপী আয়োজনের আজ ষষ্ঠ দিন। আজ থাকছে মাথাব্যথা নিয়ে যাপিত রম্য। মাথাব্যথা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আবার প্রয়োজনের সময় যথাযথ কর্তৃপক্ষের মাথাব্যথা না থাকার দৃষ্টান্তও অপ্রতুল নয়। আবার এমনও দেখা যায়, মাথা একজনের, কিন্তু মাথাব্যথা অন্যের। চলুন, সে রকমই কিছু দৃষ্টান্ত দেখে নেওয়া যাক...

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

ফাঁকিবাজ শিক্ষার্থী

কারও অসুস্থতার জন্য পরীক্ষা পেছানোর ঘটনায় কখনো কখনো অসুস্থ শিক্ষার্থীর চেয়ে প্রস্তুতির ঘাটতি থাকা শিক্ষার্থীদের মাথাব্যথাই বেশি থাকে বলে জানা যায়।

ফেসবুকার

বিবাহবিচ্ছেদের পর কোনো তারকার চরিত্র নিয়ে তাঁর সঙ্গী বা সঙ্গিনীর চেয়ে ফেসবুকারদের মাথাব্যথাই বেশি দেখা যায়।

অতি উৎসাহী আত্মীয়

নতুন দম্পতির সন্তান নেওয়ার ব্যাপারে চিন্তা না থাকলেও অতি উৎসাহী আত্মীয়স্বজনের মাথাব্যথার অন্ত থাকে না।

পাশের বাসার আন্টি

সন্তানের পরীক্ষার ফল নিয়ে মা–বাবা অত মাথা না ঘামালেও ‘পাশের বাসার আন্টি’দের বেজায় মাথাব্যথা লক্ষ করা যায়।

পাড়াপড়শি

পড়াশোনা করছে এমন তরুণীর মা–বাবা তার বিয়ে নিয়ে না ভাবলেও পাড়াপড়শির মাথাব্যথাই থাকে বেশি।

থালাবাসন মাজার লিকুইড

পণ্যে লেবুর শক্তি বাড়ানোর ব্যাপারে লেমন জুস প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কোনো প্রচেষ্টা চোখে না পড়লেও থালাবাসন মাজার লিকুইড যারা প্রস্তুত করে, তাদের বেশ মাথাব্যথা আছে।

গ্যাস সংকটে ভোগা আমজনতা

গ্যাস নিয়ে তিতাসের কোনো মাথাব্যথা না থাকলেও দেশের প্রায় সব প্রাপ্তবয়স্ক নাগরিকেরই ‘গ্যাস হবে’ বলে ভাজাপোড়া বা ভালোমন্দ খাওয়া নিয়ে ভীষণ মাথাব্যথা কাজ করে।