কীভাবে বুঝব টাকার গুরুত্ব

কথায় আছে, অর্থই অনর্থের মূল। আবার মীর মশাররফ হোসেন বিষাদ–সিন্ধু উপন্যাসে বলেছেন, ‘মুখে অনেকেই টাকা অতি তুচ্ছ, অর্থ অনর্থের মূল বলিয়া থাকেন; কিন্তু জগৎ এমনই ভয়ানক স্থান যে, টাকা না থাকিলে তাহার স্থান কোথাও নাই...’। তাহলে এখন প্রশ্ন হলো, আমরা কার মাধ্যমে এবং কীভাবে জীবনের জন্য অপরিহার্য টাকার মূল্য বুঝতে পারি? সেটাই জেনে নিন...

প্রথম আলো

১.

যদি কোটি টাকার মূল্য বুঝতে চান, তাহলে প্রশ্ন করুন একজন ঠিকাদারকে। যিনি একটি সেতুর জন্য ১৬ কোটি টাকা বরাদ্দ পেলেও এক কোটিতেই তা সম্পন্ন করে ফেলেছেন (যদিও ওই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে)।

২.

৫০ লাখ টাকার মূল্য বুঝতে চাইলে প্রশ্ন করুন সেই হতভাগ্য ব্যক্তিটিকে, যিনি রিয়েলিটি শোতে সর্বশেষ ধাপের প্রশ্নের উত্তর ভুল দিয়েছিলেন।

৩.

যদি ২৫ লাখ টাকার মূল্য বুঝতে চান, তাহলে প্রশ্ন করুন সেই হতভাগাকে, যিনি লটারিতে প্রথম পুরস্কার জিতে নেওয়া মহামূল্যবান টিকিটটি তাঁর সোয়া ছয় বছরের ইঁচড়েপাকা ছেলেটিকে দিয়েছিলেন খেলতে।

প্রথম আলো

৪.

এক লাখ টাকার মূল্য বুঝতে চাইলে প্রশ্ন করুন তাঁকে, কালোবাজারির জোরে মাত্র এক মাসে যাঁর আঙুল ফুলে কলাগাছ নয়, একেবারে তালগাছ হয়ে গেছে।

৫.

২০ হাজার টাকার মূল্য বুঝতে চাইলে প্রশ্ন করুন একটি বেসরকারি অফিসের ছাপোষা কর্মীকে, যাঁর অতি সামান্য আয়ে চার সদস্যের পরিবারের যাবতীয় ব্যয় নির্বাহ করতে হয়।

৬.

যদি পাঁচ হাজার টাকার মূল্য বুঝতে চান, তাহলে প্রশ্ন করুন তাঁকে, যিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি টিউশনি করে ঢাকায় টিকে আছেন।

প্রথম আলো

৭.

এক হাজার টাকার মূল্য বুঝতে চাইলে প্রশ্ন করুন তাঁকে, যিনি এইমাত্র চলতি মাসের মাসিক বাজার শেষ করে এলেন।

৮.

যদি পাঁচ শ টাকার মূল্য বুঝতে চান তাহলে প্রশ্ন করুন তাঁকে, যিনি কিছুক্ষণ আগে অফিস থেকে ফেরার পথে শর্টকার্ট মারতে গিয়ে ছিনতাইকারীর হাতে মানিব্যাগটি দিয়ে এসেছেন।

৯.

এক টাকার মূল্য বুঝতে চাইলে প্রশ্ন করুন তাঁকে, যিনি বাসে উঠে ১০ টাকার ভাড়া দিতে গিয়ে দেখেন, ঝেড়েঝুড়ে তাঁর কাছে মাত্র ৯ টাকা আছে।