ক্রিকেট ম্যাচ সবার আগে শুরু করে কে?

ক্রিকেট সম্পর্কে আপনি হয়তো অনেক কিছুই জানেন। তারপরও যাচাই করে দেখুন, আপনার ক্রিকেটবিষয়ক জ্ঞান আসলেই কতটা...

পেক্সেলস

১.

একটি ব্যাট ব্যাটসম্যান ও বোলার—দুজনেরই দুঃস্বপ্নের কারণ হতে পারে। কিন্তু একটি বল দুই দল মিলিয়ে ২২ জনকেই নাচায়।

২.

সবকিছু নিখুঁত হতে নেই বলেই সবুজ ক্রিকেট মাঠের মাঝখানে বাদামি রঙের পিচ থাকে।

৩.

যেভাবেই ক্রিকেট খেলা হোক না কেন, বল আপনার সামনে থাকবে কিংবা আপনি বলের পেছনে থাকবেন।
পিক্সাবে

৪.

ক্রিকেট মাঠ বৃত্তাকার, পিচ চতুর্ভুজাকার, ব্যাট অষ্টাভুজাকার—ক্রিকেটের জ্যামিতিক জ্ঞান ফুটবলের মতোই গোলাকার।

৫.

আলস্যের অপর নাম টি–টোয়েন্টি ম্যাচে সিঙ্গেল রান নেওয়া।

৬.

বল ছাড়া ক্রিকেট, সূর্য ছাড়া আকাশ আর স্মার্টফোন ছাড়া তরুণ চিন্তা করা অসম্ভব।
পিক্সাবে

৭.

ক্রিকেট একটি গতিশীল বিজ্ঞান, আম্পায়ারের দুই হাত সেই বিজ্ঞান নিয়ন্ত্রণ করে।

৮.

ফাইনাল খেলায় পরাজিত দলের সুবিধা বেশি। শোকেসে ছোট ট্রফি সাজিয়ে রাখতে কম জায়গার দরকার হয়।

৯.

ক্রিকেট ম্যাচ সবার আগে শুরু করে একজন বোলার।