ট্রফি না জিতলে পাশের বাসার আন্টিদের সামনে মুখ দেখাতে পারব না

রোনালদো ও মেসি—দুজনই আছেন ভয়ানক চাপে
কোলাজ: একটু থামুন

ইউরো-কোপার শুরু মানেই ফুটবলভক্তদের তুমুল উত্তেজনা। প্রিয় দল ট্রফি জিততে না পারলে কিংবা খারাপ খেললে ভক্তরা যেমন কষ্ট পান, তেমনি ফুটবলারদেরও কষ্টের সীমা থাকে না। বরং একটু বেশিই চাপে থাকেন তাঁরা। কারণ, খেলা শেষে বাসায় ফিরলে পাশের বাসার আন্টি কী বলবেন, এই ভেবেই ঘুম হারাম হয়ে যায় তাঁদের!

সম্প্রতি ‘একটু থামুন’–এর সঙ্গে এক অত্যন্ত গোপন অনলাইন সাক্ষাৎকারে পাশের বাসার আন্টি–ভীতির কথা অকপটে স্বীকার করলেন সময়ের দুই তারকা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে কখনো ট্রফি জিততে না পারায় মেসি বোধ হয় একটু বেশিই চাপে আছেন। চা, চপ, শিঙাড়া খেতে খেতে চাপের কথা বললেন তিনি, ‘ফাইনাল ম্যাচ হেরে গেলে যতটুকু কষ্ট পাই, তা ম্যাচ শেষে স্টেডিয়াম থেকে বের হলেই শেষ হয়ে যায়। এরপর শুরু হয় ভয়, আতঙ্ক আর হতাশা! বাসায় ঢোকার পথে কিংবা বাসা থেকে বের হলে পাশের বাসার আন্টি যখন প্রশ্ন করবেন, ট্রফি জিততে পারিনি কেন, তখন উত্তর কী দেব, সেটা ভেবেই খেলাধুলা ছেড়ে দিয়ে গুলিস্তানে হকারি করতে মন চায়।’

তুমি তো খেলতেই পারো না, রোনালদো! ইউরো জিতে লাভ আছে? পারলে বিসিএস, না মানে বিশ্বকাপ জিতে দেখাও।
জনৈক পাশের বাসার আন্টি

জাতীয় দলের হয়ে একটি ট্রফি জেতা রোনালদোর কণ্ঠেও হতাশা স্পষ্ট। হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল তার সঙ্গে। এক গ্লাস ‘নরমাল’ পানি খেতে খেতে বললেন, ‘জাতীয় দলের হয়ে একটা ইউরো জিতেও শান্তি নাই। সেদিন পাশের বাসার এক আন্টি বললেন, “তুমি তো খেলতেই পারো না, রোনালদো! ইউরো জিতে লাভ আছে? পারলে বিসিএস, না মানে বিশ্বকাপ জিতে দেখাও। আমার ছেলে গত তিন বছর টানা তিনটা বিশ্বকাপ জিতেছে। আর তুমি কী যে করো, একদমই বুঝি না!”’

মানুষের জীবনে যে পাশের বাসার আন্টির প্রভাব অত্যন্ত গভীর, তা পুরোনো সভ্যতাগুলোর দিকে তাকালেই বোঝা যায়। গ্রিক দার্শনিক সক্রেটিসের নামে খোলা ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ফেসবুক পোস্টে বলা হয়েছিল, ‘মানুষ সামাজিক জীব হলেও তার জীবনে সমাজের চেয়েও পাশের বাসার আন্টিদের প্রভাব বেশি। জীবনে কখনো ব্যর্থ হলে কয়েক মাস তাঁদের সামনে দিয়ে হাঁটা থেকে বিরত থাকুন!’

বাসায় ঢোকার পথে কিংবা বাসা থেকে বের হলে পাশের বাসার আন্টি যখন প্রশ্ন করবেন, ট্রফি জিততে পারিনি কেন, তখন উত্তর কী দেব, সেটা ভেবেই খেলাধুলা ছেড়ে দিয়ে গুলিস্তানে হকারি করতে মন চায়।
লিওনেল মেসি, আর্জেন্টাইন ফুটবলার

মেসি-রোনালদোর কণ্ঠে নিজ দেশের মানুষের স্বপ্নভঙ্গ নিয়ে যতটুকু না আতঙ্ক, তার চেয়ে বেশি ভয় পাশের বাসার আন্টিদের প্রশ্নের মুখোমুখি হওয়া নিয়ে। গোপন খবরের ভিত্তিতে জানা গেছে, আগে কোপা আমেরিকা ও ইউরো থেকে বাদ পড়ার পর কয়েক সপ্তাহ বাসায়ই যাননি মেসি-রোনালদো। এদিকে পাশের বাসার আন্টিদের নম্বর থেকে বারবার ফোন এলেও ধরার সাহস হয়নি কারোরই। এমন পরিস্থিতে যেন আবার পড়তে না হয়, সে জন্য এবার মেসি মাঠে নেমেছেন কোপা জেতার প্রত্যয় নিয়ে আর রোনালদো নেমেছেন ইউরো জয়ের প্রত্যয় নিয়ে। দেখা যাক, শেষমেশ কী হয়!

আরও পড়ুন