ঢাকায় যেভাবে অলিম্পিকের আসর বসে

২৩ জুলাই থেকে শুরু হয়ে গেল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’—অলিম্পিক। মহামারির কারণে এক বছরের অপেক্ষা শেষে জাপানের টোকিওতে বসেছে এবারের আসর; চলবে ৮ আগস্ট পর্যন্ত। ২০৫ জাতির এই মহা আসরে ৩৩৯টি ইভেন্টে অংশ নিচ্ছেন ১১ হাজার ৩২৬ জন অ্যাথলেট। অথচ ঢাকা শহরের প্রায় ২ কোটি মানুষই কিন্তু একেকজন ‘সুপার’ অ্যাথলেট। অলিম্পিকের মতোই বাহারি সব ইভেন্টে তাঁরা অংশ নিচ্ছেন বছরের ৩৬৫ দিন। আফসোস, এত খাটাখাটুনির পরও কারও কপালে জোটে না কোনো পদক। যাহোক, ঢাকায় যে রোজ অলিম্পিকের আসর বসে, তার প্রমাণ দেখতে পারেন এখানে...

২০০ মিটার দৌড়

হরাইজন্টাল বার

সাঁতার

হাই জাম্প

হার্ডল রেস