দুধে পানি মেশালেও গোয়ালা সৎ

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

প্রতিদিন নতুন বন্ধু

বন্ধু নেই বলে হতাশ বাবলু সাহেব সহকর্মীকে বলছিলেন, ‘কোনো বন্ধুই আমার সঙ্গে যোগাযোগ রাখে না। ছেলেবেলায় এক বন্ধু ছিল...কী যেন নাম ওর...!’

সহকর্মী বললেন, ‘ছেলেবেলার বন্ধুর নামই মনে করতে পারছেন না!’

বাবলু সাহেব আরও হতাশ হয়ে বললেন, ‘এ আরেক নতুন সমস্যা। কোনো কিছু মনে রাখতে পারছি না। আলঝেইমার হলো কি না!’

সহকর্মী বললেন, ‘হলে তো ভালোই, প্রতিদিনই নতুন বন্ধু পাবেন।’

পানি মেশালেও সৎ

গোয়ালার ছোট ছেলেটা রোজ সকালে দুধ দিয়ে যায়।

টলটলে দুধ দেখে গিন্নির মনে সন্দেহ, পানি মেশায় না তো?

তাই তিনি একদিন প্রশ্ন করে বসেন, ‘দুধ এত টলটলে কেন? তোমরা নাকি এই দুধে নোংরা পানি মেশাও?’

গোয়ালার ছেলে মাথা নিচু করে প্রতিবাদ করে, ‘ছি ছি, কী কন খালাম্মা! নোংরা পানি মিশামু ক্যান! পানি গরম কইরাই ঢালি আমরা।’

চাঁদ কেনার টাকা নেই

হাসিব সাহেব ছেলেকে কথা দিয়েছিলেন, পরীক্ষার ফল ভালো হলে ও যা চায়, তা–ই কিনে দেবেন। পরীক্ষার ফল পেয়ে হাসিব সাহেবের ছেলে মহাখুশি। কথা অনুযায়ী হাসিব সাহেব ছেলেকে নিয়ে বাজারে গেলেন।

ছেলে তো বাজার ঘুরে বাবার পকেট খালি করে দিল।

কেনাকাটা শেষে বাসায় ফেরার পথে ছেলে বলল, ‘বাবা, দেখো, আকাশে কী সুন্দর চাঁদ!’

হাসিব সাহেব আতঙ্কিত হয়ে বললেন, ‘আমার পকেটে আর টাকা নেই!’

লটারির টিকিট

বিলু কথা বলছে টুলুর সঙ্গে—

টুলু: তোর ছোট মামা চীনে কেন?

বিলু: লটারি জিতে টিকিট পেয়ে চীনে বেড়াতে গেছেন।

টুলু: কবে ফিরবেন?

বিলু: আরেকটা লটারির টিকিট জিতলে।