দেশি অ্যাপলের যেসব পণ্যের কথা আপনি হয়তো জানেন না

অ্যাপলের তৈরি ডিভাইসের ডিসপ্লে মোছার জন্য মাইক্রোফাইবার সমৃদ্ধ ‘পলিশিং ক্লথ’ বাজারে ছেড়েছে
অ্যাপল
ভদ্র ভাষায় বললে, ১৯ অক্টোবর অ্যাপল বাজারে এনেছে ‘পলিশিং ক্লথ’। খাস বাংলায় বললে, কাচ মোছার ন্যাকড়া। স্টিভ জবস বেঁচে থাকলে টিম কুককে কী বলতেন, তা আমরা জানি না। তবে জবস অ্যাপলের এই পলিশিং ক্লথ দিয়ে মাথার ঘাম মুছলেও মুছতে পারতেন! একটা রসিকতা তো দুনিয়াব্যাপী প্রচলিত, কিডনি না বেচে নাকি অ্যাপলের পণ্য কেনার জো নেই। নিদেনপক্ষে ব্যাংক থেকে ঋণ নিতে হয়। তবে অ্যাপলের এই পলিশিং ক্লথ হয়তো কিডনি না বেচেও কেনা যাবে। দাম ‘মাত্র’ ১৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় এখন যা ১ হাজার ৬২৭ টাকার মতো। রসিকতা বাদ, সিরিয়াস কথায় আসা যাক। টিম কুক ও তাঁর দলবল হয়তো ভেবেচিন্তেই এমন বিচিত্র পণ্য বাজারে ছেড়েছেন। তবে তাঁরা কি জানেন, বাংলাদেশের বাজারে ‘অ্যাপল ব্র্যান্ডের’ আরও কত বিচিত্র পণ্য বিক্রি হচ্ছে? আপনি নিজেও হয়তো এসব পণ্যের খোঁজখবর রাখেন না। আসুন, দেশি অ্যাপলের তেমন কিছু পণ্যের সঙ্গে পরিচিত হন, পছন্দ হলে ব্যবহার করেও দেখতে পারেন। কিডনি যে বেচতে হবে না, তা একরকম নিশ্চিত...

১. স্কুলব্যাগ

ছবি: সাফায়াত হোসেন

২. মানিব্যাগ

ছবি: সাফায়াত হোসেন

৩. তোয়ালে

ছবি: সংগৃহীত

৪. স্যান্ডেল

ছবি: সংগৃহীত

৫. চেয়ার

ছবি: সংগৃহীত

৬. বডি ম্যাসাজার

ছবি: সংগৃহীত

৭. পলিথিন ব্যাগ

ছবি: সংগৃহীত