প্যারাস্যুট ছাড়াই উড়োজাহাজ থেকে ঝাঁপ

ছিনতাইকারীদের জানের মায়া

পেক্সেলস

এক পাইলট আর তার বন্ধুর মধ্যে কথা হচ্ছে।

পাইলট বলল, ‘জানিস, আমাদের প্লেনগুলো কখনো চুরি হয় না।’

বন্ধু জিজ্ঞেস করল, ‘কেন?’

পাইলট বলল, ‘কারণ, আমাদের সব প্লেনই ত্রুটিপূর্ণ!’

বন্ধু হেসে বলল, ‘ছিনতাইকারীদেরও তো জানের মায়া আছে!’

কেন যুদ্ধে এলে

পেক্সেলস

দুই সৈনিকের মধ্যে কথা হচ্ছে—

১ম সৈনিক: তুমি কেন এই যুদ্ধের ময়দানে এলে, বলো তো?

২য় সৈনিক: কারণ, আমার কোনো ঘরসংসার নেই। আর আমি যুদ্ধ ভালোবাসি। তুমি কেন নিজের জীবন বাজি রেখে এই যুদ্ধক্ষেত্রে এলে?

১ম সৈনিক: কারণ, আমার দুটি অতি দুষ্টু ছেলে আছে। আর আমি শান্তি ভালোবাসি!

আরও পড়ুন

মানুষ এবং কম্পিউটারের মধ্যে পার্থক্য

পেক্সেলস

হালিম সাহেব রাগ চেপে বললেন, ‘মতলুব ভাই, কম্পিউটার কিন্তু অনেকটা মানুষের মতোই।’

মতলুব বললেন, ‘ও।’

হালিম যোগ করলেন, ‘মাত্র একটিই পার্থক্য—এটা নিজের দোষ অন্য কম্পিউটারের ঘাড়ে চাপাতে পারে না।’

প্যারাস্যুট ছাড়াই উড়োজাহাজ থেকে ঝাঁপ

পিক্সাবে

এক বৃদ্ধ, এক শিশু ও এক লোভী লোক নিয়ে উড়োজাহাজ পড়েছে জরুরি অবস্থায়। ওতে প্যারাস্যুট ছিল দুটি। লোভী লোকটি বললেন, ‘মানুষের কল্যাণের জন্য আমাকে বাঁচতে হবে।’ বলেই একটা প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে পড়লেন তিনি।

বৃদ্ধ যাত্রীটি শিশু যাত্রীকে বললেন, ‘আমি তো কদিন পর মরেই যাব, তুমি বরং অন্য প্যারাস্যুটটা নিয়ে চলে যাও।’

শিশুটি বলল, ‘দাদু, এখনো দুটো প্যারাস্যুটই আছে। শুধু আমার স্কুলব্যাগটা খুঁজে পাচ্ছি না...!’

আরও পড়ুন