প্রেমিক–প্রেমিকা একে–অপরকে কখন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেয়

আঁকা: জুনায়েদ

গানের জোরে

গান নিয়ে ডাবলুর অসীম আগ্রহ। যে করেই হোক, গান গাওয়া শিখতেই হবে।

একদিন ডাবলু ঘরে বসে গান গাইছিল।

কিছুক্ষণ পর ওর মাকে ডেকে বলল, ‘মা, দেখো, বাইরে থেকে একটা জুতা এসে ঘরে পড়ল!’

মা এসে বললেন, ‘তুই গান চালিয়ে যা, তাহলে আরেকটা এসে এক জোড়া মিলে যাবে।’

টাকা কুড়িয়ে পাওয়ার পর

এক লোক এফএম রেডিওর অনুষ্ঠানে ফোন করল।

আরজে বলল, ‘জি বলুন, শুনতে পাচ্ছি।’

লোকটা বলল, ‘আমি একটি মানিব্যাগ পেয়েছি, যাতে ৫০ হাজার টাকা আর একটা আইডি কার্ড ছিল।’

আরজে বলল, ‘তো আমরা কীভাবে সাহায্য করতে পারি?’

লোকটা বলল, ‘আসলে আমি তাকে কৃতজ্ঞতা জানিয়ে একটি গান ডেডিকেট করতে চাই।’

এই হলো কারণ

প্রথম বন্ধু: আমি এখন আর আমার বউয়ের সঙ্গে থাকি না।

দ্বিতীয় বন্ধু: কেন কেন?

প্রথম বন্ধু: তুই কি এমন কারও সঙ্গে থাকতে পারবি, যে নেশা করে, সিগারেট খায়, রাতে দেরি করে বাসায় ফেরে?

দ্বিতীয় বন্ধু: কোনো দিনও না।

প্রথম বন্ধু: আমার বউয়েরও একই কথা।

আঁকা: জুনায়েদ

ফেসবুকের পাসওয়ার্ড

দুই বন্ধু কথা বলছিল। বিষয় হলো এ কালের প্রেমিক–প্রেমিকা ও ফেসবুকের পাসওয়ার্ড।

প্রথম বন্ধু: দোস্ত, প্রেমিক বা প্রেমিকাকে ফেসবুকের পাসওয়ার্ড না দিলে কী হয়?

দ্বিতীয় বন্ধু: না দিলে বুঝবি, ভেজাল আছে।

প্রথম বন্দু: আর দিলে?

দ্বিতীয় বন্ধু: তাহলে বুঝবি, আরেকটা আইডি আছে।