প্রয়োজনে তিনি দেরি করে অফিসে যাবেন, মিথ্যা কথা বলবেন, চুরিও করবেন

অপমান

আঁকা: জুনায়েদ

প্রথম কর্মী: গতকাল বস আমাকে মারাত্মকভাবে অপমান করেছেন!

দ্বিতীয় কর্মী: কী করেছেন?

প্রথম কর্মী: যে কথাটি বলেছেন, তা তুলে না নিলে আমি চাকরিই ছেড়ে দেব।

দ্বিতীয় কর্মী: বলেন কী! তো বস কী এমন কথা বললেন যে...

প্রথম কর্মী: বলেছেন, আমাকে আর তার দরকার নেই।

ব্যবসা

এক রিয়েল এস্টেট কোম্পানির বিক্রয় কর্মকর্তা মাঠে গিয়ে দেখলেন, বন্যার পানিতে বিক্রি করা সব জমি ডুবে গেছে।

এরপর বসের কাছে গিয়ে বললেন, ‘বস, আমরা কি ক্রেতাদের টাকা ফেরত দেব?’

বস বললেন, ‘তোমার মাথাটা কি খারাপ হয়েছে? জলদি কিছু নৌকা নিয়ে বিক্রির ব্যবস্থা করো।’

ঘুম

অফিসে ঢুকেই বস দেখলেন, এক কর্মী তার টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছেন।

বস বললেন, ‘এ নিয়ে চতুর্থবার আমি তোমাকে অফিসে ঘুমাতে দেখলাম। আজ তোমাকে ঘুমাতে দেখার কারণ কী?’

কর্মী বললেন, ‘স্যার, আজ মনে হয় আপনি নরম তলাওয়ালা নতুন জুতা পরে এসেছেন। আজ আপনি হাঁটার সময় প্রতিদিনের মতো শব্দ হয়নি।’

আঁকা: জুনায়েদ

করিৎকর্মা

চাকরির ইন্টারভিউয়ে ম্যানেজার প্রশ্ন করলেন, ‘আমাদের কোম্পানিতে আপনাকে চাকরি দেওয়ার আগে আমি কয়েকটা বিষয় সম্পর্কে জানতে চাই। আপনি কি প্রতিদিন দেরি করে অফিসে আসেন? প্রচুর মিথ্যা কথা বলেন? অফিসের জিনিসপত্র বাসায় নিয়ে যান?’

প্রার্থী বললেন, ‘না, স্যার। আমার এসব অভ্যাস নেই। কিন্তু আপনাদের যদি এমন লোকও লাগে, তবে আমি খুব দ্রুত এগুলো শিখে নিতে পারব।’