বস আগে থেকেই জেনে বসে ছিলেন

আঁকা: জুনায়েদ আজিম চৌধুরী

আতিথেয়তা এমন এক গুণ

বাসায় দূরসম্পর্কের আত্মীয় এসে এসে মোটামুটি আসন গেড়ে বসেছে।

তালেব সাহেব কী বলবেন, বুঝতে পারছেন না।

তবে অতিথিদের একজন সেদিন বললেন, ‘আপনার আতিথেয়তার তুলনা নাই।’

তালেব সাহেব দীর্ঘশ্বাস চেপে বললেন, ‘আতিথেয়তা এমন এক গুণ, যার কারণে অতিথিরা ভাবে, যেন তারা নিজের বাড়িতেই আছে। আপনাদেরও তা–ই মনে হচ্ছে।’

বিশ্বাস ও তারার সংখ্যা

চেয়ারটা মাত্রই রং করা হয়েছে। ফারুক সাহেব তা সবাইকে পইপই করে বলে দিলেন। অথচ কিছুক্ষণ পর দেখা গেল, বাসায় আসা অতিথিদের কেউ একজন তাতে হাত দিয়েছিল।

ফারুক সাহেব খাবার টেবিলে বসে বললেন, ‘জানো, আকাশে চার বিলিয়ন তারা আছে।’

সবাই বলল, ‘ওয়াও! দারুণ তো!’

ফারুক সাহেব এবার মুখ শক্ত করে বললেন, ‘এই কথাটা বিশ্বাস করলে, অথচ চেয়ার যে রং করেছি, তা তো বিশ্বাস করলে না! অদ্ভুত তোমরা!’

কাজের প্রতি ভালোবাসা

বাসায় অতিথি এসেছে। কলিম সাহেব অতিথিদের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিচ্ছেন, ‘লিটু হচ্ছে আমার বড় ছেলে, ব্যবসা করে। বিটু একটা বেসরকারি প্রতিষ্ঠানে আছে।’

ছোট ছেলে মিঠুকে দেখিয়ে দিয়ে বললেন, ‘আর এ হচ্ছে আমার কনিষ্ঠ পুত্র। ও কিছু করে না।’

মিঠু প্রতিবাদ করল, ‘না, অবশ্যই আমি কাজ করি। আমি কাজ খুব ভালোবাসি। আর তাই তো আমি ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে কাজের দিকে শুধু তাকিয়েই থাকি।’

বস আগে থেকেই জেনে বসে ছিলেন

বস বললেন, ‘আপনাদের আগেই বলেছিলাম, এটাই হবে!’

মামুন সাহেব নকিব সাহেবকে বললেন, ‘ডাহা মিথ্যা!’

বলতে বলতেই অফিসের কর্তা আরেক বিষয়ে একই কথা বললেন, ‘আরে, এটাই তো করতে বলেছিলাম আপনাদের! আমি জানতাম...!’ নকিব সাহেব এবার মামুন সাহেবকে বললেন, ‘শোনেন, লক্ষ্যভেদ করতে চাইলে প্রথমে তির ছুড়বেন, তারপর যেটায় লাগে সেটাকেই লক্ষ্যবস্তু হিসেবে প্রচার করবেন। আমাদের বসের মতো।’