বিয়ে করে সুখী হতে চাইলে

বিয়ে এবং দাম্পত্যজীবন নিয়ে কৌতুকের শেষ নেই। যাঁরা এসব কৌতুক বানিয়েছেন, তাঁরা নিশ্চয়ই অভিজ্ঞতার প্রতিফলনই ঘটিয়েছেন। অর্থাৎ অনেকেই বিয়ে বা দাম্পত্যজীবন নিয়ে আপনাকে ভয়ভীতি দেখালেও আদতে এর গভীরে আছে নিগূঢ় কৌতুক। তাই বিয়ে করে সুখী হতে চাইলে এসব কৌতুক বারবার পড়ুন। এর বাইরে সন্তোষজনক সমাধান বিবাহিত কোনো নারী–পুরুষ আমাদের দেননি...

১.

সংগৃহীত

পত্রিকায় একবার একটি ব্যক্তিগত বিজ্ঞাপন ছাপা হলো, ‘হাজবেন্ড ওয়ান্টেড!’ পরদিন কয়েক শ নারী যোগাযোগ করলেন, ‘আমারটি নিতে পারেন!’

২.

পেক্সেলস

আপনার হবু স্ত্রী যে আপনার নিরস কৌতুক শুনে হাসেন, তার অর্থ কিন্তু আপনার কৌতুকটি খুব ভালো, তা নয়! আপনার হবু স্ত্রীই আসলে খুব ভালো। একই সঙ্গে মনে রাখবেন, তিনি যে আপনাকে ভালোবাসেন, এটাও সত্য। তবে সেটি অন্ধ ভালোবাসা। বিয়ের পর অবশ্য তাঁর চোখ খুলে যাবে। বিয়ে না করলে তিনি হয়তো সারা জীবন ভাবতেন, তাঁর জীবনে কোনো ভুল নেই।

৩.

পিক্সাবে

স্বামী তাঁর স্ত্রীকে তালাক দিতে এক আইনজীবীর কাছে গেলেন। স্বামী বললেন, ‘আমি আমার স্ত্রীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।’ আইনজীবী জিজ্ঞেস করলেন, ‘কেন? সমস্যা কী আপনাদের?’ লোকটি জবাব দিল, ‘আমার স্ত্রী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে কথা বলে না।’ আইনজীবী বললেন, ‘আরেকবার ভেবে দেখুন। এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার!’

৪.

পেক্সেলস

ঠিক উল্টো ঘটনাও ঘটল একদিন। স্ত্রী তাঁর স্বামীকে তালাক দিতে এক আইনজীবীর কাছে গেলেন। স্ত্রী বললেন, ‘আমি আমার স্বামীকে আজই তালাক দিতে চাই। আপনি একটু ব্যবস্থা করুন।’ আইনজীবী জিজ্ঞেস করলেন, ‘কেন? সমস্যা কী আপনাদের?’ ওই নারীর জবাব, ‘আমার স্বামী প্রায় ছয় মাস ধরে আমার সঙ্গে বেশি কথা বলছে। ওর কথা শুনতে শুনতে আমার কান–প্রাণ দুটিই ঝালাপালা। ’ আইনজীবী বললেন, ‘আরেকবার ভেবে দেখুন। এমন স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার!’

৫.

পিক্সাবে

সবকিছুরই একটা না একটা ইতিবাচক দিক থাকে। বিয়ে করারও তেমনি একটা ইতিবাচক দিক হচ্ছে আপনার ভুল-ত্রুটিগুলো আর কষ্ট করে মনে রাখতে হবে না। এক কাজ দুজন করার অর্থ কী! এ জন্য কিন্তু ঝগড়া করা চলবে না!