ঘুষ গ্রহীতারও ‘মূল্যবোধ’ আছে

ঘুষগ্রহীতার আবার মূল্যবোধ? অনেকের নিশ্চয়ই চক্ষুচড়কগাছ। তবে বাংলা ভাষার কিছু শব্দের অর্থ একটু অন্যভাবে চিন্তা করলে কিন্তু এটা সম্ভব। বাংলা ভাষার মজাটাই এখানে। আসুন, বিস্তারিত জেনে সব সংশয় দূর করা যাক...

হাহাকার: হাস্যরসের জোগান দেয় এমন

পেক্সেলস

বাক্যে প্রয়োগ: তাঁর স্ট্যাটাসটি এতই মজার ছিল যে সবাই হা হা রিঅ্যাকশন দিতে লাগল। সত্যিই বেশ হাহাকারময় ছিল পোস্টটা!

স্বজাতীয় শব্দ: কদাকার, নিরাকার, বিশালাকার ইত্যাদি

সমার্থক শব্দ: হাহাময়, হাহাপূর্ণ

বিপরীত শব্দ: আহাকার

সন্ধি বিচ্ছেদ: হাহা+আকার

সমাস: হাহার আকার (ষষ্ঠী তৎপুরুষ)

গোলমাল: গোলাকার জিনিস

পেক্সেলস

বাক্যে প্রয়োগ: গোলমাল করাতেই যত সমস্যা হয়েছে। জিনিসটা চারকোনাই ভালো ছিল।

স্বজাতীয় শব্দ: ত্রিকোনা মাল, চারকোনা মাল ইত্যাদি

বিপরীত শব্দ: লম্বা মাল

সন্ধি বিচ্ছেদ: গোল+মাল

সমাস: গোল যে মাল (কর্মধারয়)

নতজানু: নত অবস্থায় থাকা ‘জানু’ অর্থাৎ প্রেমিক/প্রেমিকা

পেক্সেলস

বাক্যে প্রয়োগ: সব প্রেমিক/প্রেমিকাই একজন নতজানু আশা করে। কিন্তু বাস্তবে হয় উল্টোটা।

স্বজাতীয় শব্দ: নতচোখ, নতমস্তিষ্ক ইত্যাদি

বিপরীত শব্দ: উদ্ধত জানু

সন্ধি বিচ্ছেদ: নত+জানু

সমাস: নত যে জানু (কর্মধারয়)

মন্ত্রণালয়: যেখান থেকে মন্ত্রণা পাওয়া যায়

পেক্সেলস

বাক্যে প্রয়োগ: নিজেদের কাজের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় বেশ দায়িত্বশীল। সব সময়ই শিক্ষা নিয়ে নানা মন্ত্রণা আপডেট করে।

স্বজাতীয় শব্দ: বিদ্যালয়, উপাসনালয়, মাতুলালয় ইত্যাদি

সমার্থক শব্দ: মন্ত্রণাস্থান

বিপরীত শব্দ: যন্ত্রণালয়

সন্ধি বিচ্ছেদ: মন্ত্রণা+আলয়

সমাস: মন্ত্রণার আলয় (ষষ্ঠী তৎপুরুষ)

মূল্যবোধ: দরদাম-সম্পর্কিত জ্ঞান

পেক্সেলস

বাক্যে প্রয়োগ: ঘুষ নিয়ে দর-কষাকষিতে অবশেষে ঘুষ গ্রহীতাই জিতলেন। তাঁর মূল্যবোধ আছে।

স্বজাতীয় শব্দ: রুচিবোধ, দায়িত্ববোধ, রসবোধ ইত্যাদি

সমার্থক শব্দ: মূল্যজ্ঞান

বিপরীত শব্দ: অমূল্যবোধ

সন্ধি বিচ্ছেদ: মূল্য+বোধ

সমাস: মূল্য-সম্পর্কিত যে বোধ (কর্মধারয়)