মাইকেলের অদ্ভুত সাইকেল

মাইকেলের অদ্ভুত সাইকেল

মাইকেলের সেই বিচিত্র নকশার সাইডওয়েজ বাইক
সাইডওয়েজ বাইক

স্কটিশ সফটওয়্যার প্রকৌশলী মাইকেল কিলিয়েনের হাতে হয়তো অঢেল সময় ছিল। নয়তো বাইসাইকেলের এমন উদ্ভট নকশা মাথায় এল কেন! মাথায় উদ্ভট চিন্তা আসতেই পারে। তবে তা বাস্তবে রূপ দেওয়া কিন্তু সহজ কথা নয়। ২০০৫ সালে সেটাই করে ছেড়েছেন মাইকেল। স্কিং করার বোর্ড থেকেই নাকি এমন সাইকেল বানানোর চিন্তা মাথায় আসে তাঁর। প্রচলিত সাইকেলে আমরা দুই পা সামনে-পেছনে করে প্যাডেল চালাই, তাকিয়ে থাকি সামনে। আর এই সাইকেল চালাতে হয় মাঝখানে বসে, ডান দিকে মাথা ঘুরিয়ে। মাথা ঘুরানোর মতো বাইসাইকেল বটে!

সারাক্ষণ দৌড়ের ওপর রাখার ফ্লিজ বাইক

এই বাইসাইকেল চালাতে হলে দৌড়াতেও হবে
ফ্লিজ বাইক

বাইসাইকেল চালাতে জানেন না? চিন্তা করবেন না। আপনার জন্যই তৈরি হয়েছে বিশেষ এক বাইসাইকেল। এই বাইসাইকেল চালাতে ড্রাইভিং লাইসেন্সেরও দরকার নেই। এ ছাড়া একই সঙ্গে দৌড়ানো ও বাইসাইকেল চালানোর শখ থাকলে এ বেলা সেটা মিটে যাবে। ‘এ তো অসম্ভব!’ বলে বসবেন না। অসম্ভবকে সম্ভব করেছেন জার্মান ডিজাইনার টম হ্যামব্রক ও ইউরি স্পেটার। তাঁরা ফ্লিজ বাইক নামের এক আজব বাইসাইকেল তৈরি করেছেন। এর নেই কোনো প্যাডেল, নেই কোনো চেইন। এই বাইসাইকেল চালাতে হয় দৌড়ে দৌড়ে! সারাক্ষণ দৌড়ের ওপর রাখার আরেক যন্ত্র আরকি!

সূত্র: পপুলার মেকানিকস