মাত্র ৮০০ ডলারে অ্যাপলের মালিকানা ত্যাগ করেছিলেন যিনি

সংক্ষেপে রোনাল্ড ওয়েন

রোনাল্ড ওয়েন (ইনসেটে বাঁ থেকে স্টিভ জবস, রোনাল্ড ওয়েন ও স্টিভ ওজনিয়াক)
ছবি: সংগৃহীত

অ্যাপল কম্পিউটার যখন যাত্রা শুরু করে, তখন দুই স্টিভের পাশাপাশি আরও একজন ছিলেন, যিনি মানুষের কাছে তেমন কোনো পরিচিতিই পাননি। তিনি রোনাল্ড ওয়েন। অ্যাপল চালু হওয়ার আগে স্টিভ জবসের সঙ্গে তিনি কম্পিউটার ও ভিডিও গেম নির্মাতা আটারি ইনকরপোরেটেডে কাজ করতেন। পরে তিনি মূলত অ্যাপলের প্রশাসনিক দায়িত্ব পালন করেন।

অ্যাপল কম্পিউটারের প্রথম লোগোটি এঁকেছিলেন রোনাল্ড ওয়েন
ছবি: উইকিমিডিয়া কমনস

অ্যাপল কম্পিউটারের প্রথম লোগো আঁকেন তিনি, সেই সঙ্গে অংশীদারত্বের চুক্তিপত্র ও অ্যাপল-১ কম্পিউটারের জন্য ব্যবহারের নিয়মবলী লেখেন। অবাক করা ব্যাপার, অ্যাপল প্রতিষ্ঠার ১২ দিনের মাথায় মাত্র ৮০০ ডলারের বিনিময়ে তাঁর ১০ শতাংশ মালিকানা ত্যাগ করেন রোনাল্ড ওয়েন। ৮০ বছর বয়সী রোনাল্ড ওয়েন বর্তমানে অবসর জীবন যাপন করছেন।

আরও পড়ুন